সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্সঅফিসে ইতিমধ্যেই বিপুল ব্যবসা করেছে আমিরের ছবি ‘সিতারে জমিন পর’। এই ছবি এই বছরের এখনও অবধি ভালো ব্যবসা করা ছবিগুলির মধ্যে অন্যতম। তবে ‘সিতারে জমিন পর’ মুক্তির আগেই আমির জানিয়েছিলেন যে তিনি কোনও ওটিটি প্ল্যাটফর্মে এই ছবি দেখাবেন না। তাতে খানিক শোরগোল পড়েছিল বইকি। তবে এরপর তিনি এও জানান যে, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি না পেলেও আমির খানের প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘সিতারে জমিন পর’ ছবি। জুন মাসে মুক্তির পর চুটিয়ে ব্যবসা ও দারুণ ফলাফলের পর এবার অবশেষে ইউটিউবে মুক্তি পেতে চলেছে আমিরের ছবি।
১ আগস্ট ইউটিউবে মুক্তি পাবে ‘সিতারে জমিন পর’। ছবিটি ন্যুনতম খরচে যাতে যে কোনও প্রান্তের দর্শক দেখতে পান সেই উদ্যোগই নিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। জানা যাচ্ছে যে ইউটিউবে নাকি ১ আগস্ট থেকে ‘পে পার ভিউ’ হিসাবে দেখা যাবে এই ছবি। যার জন্য নিধারিত হয়েছে ১০০ টাকা। যার বিনিময়ে শুধু এদেশের দর্শকই নন বরং মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, সিঙ্গাপুর, স্পেন-সহ ৩৯টি দেশে দেখা যাবে। এখানেই শেষ নয় আমিরের অন্যান্য জনপ্রিয় ছবিও নাকি এই প্ল্যাটফর্মে আগামীতে দেখা যাবে।
‘সিতারে জমিন পর’ মুক্তির আগে এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, “আমি চলচ্চিত্র জগতের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমি জানি এটা একটা বড় ঝুঁকি, এর সঙ্গে অনেকটা অর্থ বিনিয়োগের মতো বিষয় জড়িয়ে রয়েছে কিন্তু আমি এই ঝুঁকি নিতে চাই। কারণ আমি চাই যে দর্শক ছবিটি সিনেমা হলে গিয়ে দেখুক। আমি আমার ছবি ও আমার দর্শকের প্রতি অগাধ ভরসা রাখি।” অন্যদিকে বাণিজ্য বিশ্লেষক কোমল নাহতা জানিয়েছিলেন, আমির নাকি এই ছবির ১২০ কোটি টাকার ডিজিটাল স্বত্বের প্রস্তাব ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছেন। কারণ তিনি দর্শককে সিনেমাহলমুখো করতে চান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.