Advertisement
Advertisement
Sohini Ganguly

চিকিৎসকের ভুলেই সব স্বপ্ন চুরমার, ঠিক কী ঘটেছিল সেদিন? জানালেন সোহিনী

এবার মুখ খুললেন সোহিনী।

social media influencer Sohini Ganguly share about her miscarriage
Published by: Arani Bhattacharya
  • Posted:September 3, 2025 5:50 pm
  • Updated:September 3, 2025 5:53 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ার জনপ্রিয় মুখ সোহিনী গঙ্গোপাধ্যায়। সোশাল ইনফ্লুয়েন্সার হিসাবে যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে তার। তার সাজপোশাক থেকে গেরস্থালির নানা টুকিটাকির ভিডিও দেখতে ভালোবাসেন তার অনুরাগীরা। সবকিছু ভাগ করে নেওয়ার মতোই নিজের প্রেগন্যান্সির জার্নিও সোশাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন সোহিনী। সবটুকু ভালোভাবে কাটলেও শেষ রক্ষা হয়নি। ২২ আগস্ট সন্তান হারান সোহিনী। তারপর থেকেই একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে তার দিকে। এবার সেই নিয়ে মুখ খুললেন তিনি।

Advertisement

সন্তান হারিয়েছেন মাত্র কয়েকদিন। যাকে নিয়েই বাকি জীবনটা কাটানোর কথা ভেবেছিলেন সোহিনী সে আর নেই। তার সন্তানের মৃত্যুর সঙ্গে সঙ্গেই উঠে এসেছিল চিকিৎসকের গাফিলতির কথাও। পালটা ভিডিও পোস্ট করে সোহিনীর জটিলতার কথা তুলে ধরেছিলেন চিকিৎসক এসএন দাস। এরপর মঙ্গলবার স্বামী অনির্বাণের সঙ্গে সমস্ত প্রমাণ নিয়ে বসে একটি ভিডিও পোস্ট করে সোহিনী। জানান ঠিক কী ঘটেছিল সেদিন ২২ তারিখ? ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সোহিনী। বলেন, “আমার বুকের দুধ শুকিয়েছে কিনা জানি না। আমার এখনও সেলাই শুকায়নি। অথচ আমি এমন অভাগা মা যে আমাকে এই অবস্থাতেই কথা বলতে বসতে হয়েছে। কারণ এতদিন ধরে সোশাল মিডিয়ায় যা হচ্ছে তা সত্যিই আমরা ভাবিনি হবে। অনেক কথা শুনতে হয়েছে আমাদের। ২২ তারিখ বেবির মুভমেন্ট কম হচ্ছিল। সকালবেলাতেই ডাক্তারের কাছে যাই।” একথা বলেই সোহিনী সমস্ত প্রেসক্রিপশন-সহ চিকিৎসকের কথা ও সেদিনের পুঙ্খানুপুঙ্খ ঘটনা তুলে ধরেন। ক্যাপশনে লেখেন, ‘ঘটনার সত্যতা না জেনেও এই দুঃসময় যারা পাশে ছিলেন তাদের কাছে চিরকৃতজ্ঞ। এই বিষয়ে আমাদের আর কোন বক্তব্য থাকবে না।’

উল্লেখ্য, এই মাতৃত্বের জার্নিতেই ‘মেটারনিটি ফটোশুট’ থেকে শুরু করে পেটে জগন্নাথের মুখ আঁকা মনে যা যা ইচ্ছা ছিল সবটাই মিটিয়েছেন তিনি। কিন্তু জগন্নাথের মুখ আঁকার কারণে অনেকদিন ধরেই নানা কটাক্ষ ধেয়ে এসেছিল তাঁর দিকে। এবার তাঁর গর্ভপাতের পর এর কারণস্বরূপ ঐ জগন্নাথদেবের মুখ আঁকার কারণ ফের তুলে ধরেন নেটিজেনরা। কটাক্ষ করতেও ছাড়েন না তাঁকে। এই অবস্থায় সোহিনীর পাশে দাঁড়িয়েছেন টলিপাড়ার অভিনেত্রী অহনা দত্ত থেকে শ্রুতি দাস, রূপসা চট্টোপাধ্যায় প্রমুখ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ