Advertisement
Advertisement
Soham Chakraborty

ভালো-মন্দে বিয়ের এক যুগ, আদর করে স্ত্রীকে কী ডাকেন সোহম?

সোশাল মিডিয়ায় মিষ্টি ছবি পোস্ট করে নামটি জানিয়েই দিলেন তারকা।

Soham Chakraborty's loving post for wife Tanaya Chakraborty
Published by: Suparna Majumder
  • Posted:November 23, 2024 5:52 pm
  • Updated:November 23, 2024 9:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্ল্যামার দুনিয়ার সম্পর্কের ভাঙা-গড়া চলতেই থাকে। তবে বিশ্বাসের ভিত ভালোবাসার যে সেতু তৈরি করে দেয়, তা ভাঙে কার সাধ্যি! এই বিশ্বাসে ভর করেই বিয়ের এক যুগ পূর্ণ করে ফেললেন সোহম চক্রবর্তী ও তাঁর স্ত্রী তনয়া। এখন তাঁরা দুই সন্তানের বাবা-মা। তবে প্রেমের বাঁধন আজও অটুট। তাই তো সোশাল মিডিয়া পোস্টে আদরের ‘পুচকু’কে ভালোবাসায় ভরিয়ে দিলেন অভিনেতা।

Advertisement

Soham-wife

দীর্ঘ ছবছরের প্রেম। তার পর বিয়ে। বরবেশে বাগুইআটিতে গিয়েছিলেন সোহম। সেখানকার এক অনুষ্ঠান বাড়িতেই সেজে উঠেছিল বিয়ের আসর। পুরোহিতের মন্ত্রোচারণে সাতপাকে বাঁধা পড়েছিলেন সোহম-তনয়া। তার পর ১২টি বছর কেটে গিয়েছে। ভালোবাসায় কখনও ভাটা আসেনি। বরং সময়ের সঙ্গে তা যেন আরও বেড়ে গিয়েছে।

শনিবার ১২তম বিবাহবার্ষিকীতে স্ত্রীর সঙ্গে তোলা মিষ্টি একটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন সোহম। যার ক্যাপশনে তিনি লেখেন, ‘একসঙ্গে কাটানো সবচেয়ে ভালো ১২টি বছর। তা সে ভালো সময় হোক বা মন্দ, আমার জীবনের এই সফরে সবসময় তুমি পাশে থেকেছো। পুচকু যতদিন বেঁচে থাকবো তোমার এই হাত যেনো আমার হাতটা ধরে থাকে, শেষ নিঃশ্বাস পর্যন্ত।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

নিজের এই বক্তব্যের একেবারে শেষে তনয়াকে ট্যাগ করে সোহম লেখেন, ‘আই লাভ ইউ জান।’ প্রেম-বিয়ে মিলিয়ে মোট ১৮ বছরের সম্পর্ক সোহম ও তনয়ার। সেদিক থেকে দেখতে গেলে তাঁদের এই সম্পর্ক এবার সাবালক হল। গ্ল্যামার দুনিয়ার আঁচ থেকে এই সম্পর্ক বাঁচিয়ে রাখার রহস্য কী? সোহম মনে করেন, মান-অভিমান, রাগ-দুষ্টুমি – এতেই সম্পর্ক পরিণত হয়। এবিষয়ে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে তারকা জানান, আন্তরিকতা ও বিশ্বাস থাকলেই প্রেম বা বিয়ে টিকে যায়। এর জোরেই সবকিছু চলে!

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ