Advertisement
Advertisement
Devi

পিশাচিনীর ভূমিকায় অঞ্জনা বসু, ‘দেবী’ রণিতার সঙ্গে জড়াবেন কোন সংঘাতে?

ট্রেলার জুড়ে ফুটে উঠেছে রণিতার অলৌকিক শক্তি।

somraj-ranieeta starer devi's trailer out
Published by: Arani Bhattacharya
  • Posted:July 11, 2025 6:47 pm
  • Updated:July 11, 2025 6:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচ্ছেদের পরও রণিতা দাশ ও সৌপ্তিক চক্রবর্তীর বন্ধুত্বের সম্পর্ক আজও অটুট। আর সেই সম্পর্কের উপর ভর করেই ফের একসঙ্গে কাজ করছেন তাঁরা। একসঙ্গে প্রচার সেরেছেন নিজেদের নোতুন ছবি ‘দেবী’-এর। হরর-থ্রিলার ঘরানার ছবিতে অন্যভাবে ধরা দিয়েছেন রণিতা। অন্যদিকে জুটি বেঁধেছেন সোমরাজ মাইতির সঙ্গে এই ছবিতে। প্রকাশ্যে এল ছবির ট্রেলার।

Advertisement

ছবির ট্রেলার দেখতে দেখতে গায়ে কাঁটা দেবে। ছবিতে রণিতার চরিত্রের নাম দেবী। ট্রেলারে দেখা যাচ্ছে রণিতা এক অলৌকিক শক্তির অধিকারী। ছবিতে রণিতার বাবার ভূমিকায় দেখা যাচ্ছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। তাঁর চরিত্রের নাম সূর্য। ছবিতে মায়া চরিত্রে দেখা যাবে অঞ্জনা বসুকে। ট্রেলার জুড়ে ফুটে উঠেছে রণিতার অলৌকিক শক্তির অধিকারী হওয়ার বিষয়। অন্যদিকে ট্রেলারে ফুটে উঠেছে মায়া চরিত্রের পিশাচ সাধনার কথাও।

ট্রেলারে দেখা যাচ্ছে এক জঙ্গলেই মায়ার বাস। জাদুবিদ্যা জানে সে। রয়েছে সম্মোহনের ক্ষমতাও। জঙ্গলে পিশাচ সাধনা শুরু করে সে। আর তার জন্য গ্রাম থেকে কন্যাসন্তান চুরি করে। যা সে আহুতি দেয় তাঁর আরাধ্য দেবীর চরণে। মায়ার এই শক্তিকে নস্যাৎ করবে দেবী অর্থাৎ রণিতা। পাশাপাশি এই ছবিতে ফুটে উঠবে সোমরাজ ও রণিতার প্রেমের রসায়ন। যাকে পর্দায় এক অন্য মাত্রা দেওয়ার চেষ্টা করেছেন রণিতার প্রাক্তন সৌপ্তিক। রণিতাকে ঘিরেই আবর্তিত হয়ছে এই ছবির গল্প। মানুষ আর পিশাচের দু’রকম শক্তি নিয়ে ছোট থেকে বড় হয়েছে পর্দার দেবী। আর সেই শক্তির প্রয়োগ কীভাবে হবে তা জানা যাবে ছবি মুক্তির পর।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement