Advertisement
Advertisement
Adipurush

‘এরকম ছবি বিদেশে দেখাবেন না…’, ‘আদিপুরুষ’ নিয়ে বেজায় ক্ষুব্ধ ‘রামায়ণ’ পরিচালকের ছেলে

পরিচালককে একহাত নিয়েছেন তিনি।

Son of Ramanand Sagar criticises Prabhas' Adipurush | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 17, 2023 4:24 pm
  • Updated:June 17, 2023 5:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রামায়ণ’ বলতে এখনও অনেকের কাছে ‘রাম’ অরুণ গোভিল, ‘সীতা’ দীপিকা চিকালিয়া আর ‘রাবণ’ অরবিন্দ ত্রিবেদী। রামানন্দ সাগরের পরিচালনায় মহাকাব্যের চরিত্রের সমার্থক হয়ে উঠেছিলেন প্রত্যেকে। সেই রামানন্দ সাগরের ছেলে প্রেম ‘আদিপুরুষ’ (Adipurush) নিয়ে বেজায় ক্ষুব্ধ।

Review of the movie Adipurush

লাইভ হিন্দুস্তানকে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রেম বলেন, “আদিপুরুষ ছবির মাধ্যমে ওম রাউত মার্ভেল তৈরির চেষ্টা করেছেন। পাপাজি (রামানন্দ সাগর) রামায়ণ তৈরির সময় সৃজনশীল স্বাধীনতা অবশ্যই নিয়েছিলেন। কিন্তু উনি প্রভু রামকে বুঝেছিলেন। অনেক গ্রন্থ পড়ার পর কিছু পরিবর্তন করেছিলেন কাহিনিতে। কখনও তথ্য বিকৃত করেননি।”

[আরও পড়ুন: মোদি যখন গীতিকার…, এই মহৎ কারণে প্রধানমন্ত্রীর লেখা গান গাইবেন গ্র্যামি জয়ী গায়িকা]

এরপরই আবার প্রেম সাগর বলেন, “আপনি যদি আজকের রামায়ণই তৈরি করেন তাহলে সেটা ব্রিচ ক্যান্ডিতে দেখান, কোলাবায় দেখান, এরকম ছবি বিদেশে দেখাবেন না। এভাবে মানুষের ভাবাবেগে আঘাত করবেন না। কৃত্তিবাস, একনাথ রামায়ণ লিখেছিলেন। কিন্তু কেউ বিষয়বস্তু পালটে ফেলেননি। শুধু রং আর ভাষা পালটেছিলেন। এখানে তো পুরো তথ্যই পালটে ফেলা হয়েছে।”

Adipurush-Bajrangbali-1

অগ্রিম বুকিংয়ে ঝড় তুলেছিল প্রভাস-কৃতীর ‘আদিপুরুষ’। মুক্তির দিনে ভারতে ছবির হিন্দি ভার্সানের আয় ৩৭ কোটি ২৫ লক্ষ টাকা। কিন্তু পাঁচশো কোটি বাজেটের এই আধুনিক ‘রামায়ণ’ অধিকাংশ দর্শকের পছন্দ হয়নি। টুইটারে ট্রেন্ডিং ‘আদিপুরুষ ডিজাস্টার’ (Adipurush Disaster)।

[আরও পড়ুন: হনুমানের মুখে রদ্দিমার্কা সংলাপ, দেশের কাছে ক্ষমা চান! ‘আদিপুরুষ’ নির্মাতাদের তোপ শিবসেনার]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement