Advertisement
Advertisement
Sonakshi Sinha

জল্পনায় ইতি, প্রকাশ্যে সোনাক্ষীকে প্রেম নিবেদন বলিউড অভিনেতার! ভিডিও ভাইরাল

শোনা যাচ্ছে, এই অভিনেতার সঙ্গে চলতি বছরেই নাকি বিয়ে করবেন সোনাক্ষী।

Sonakshi Sinha and Zaheer Iqbal make relationship Insta-official | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 7, 2022 4:03 pm
  • Updated:June 7, 2022 4:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) যে প্রেমে রয়েছেন, তা নতুন খবর নয়। তবে নতুন খবর হল, এতদিন ধরে এই প্রেমকে গোপনে রাখার পর, সোনাক্ষী এবার সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে নিজের প্রেমিককে সামনে নিয়ে আসলেন। আর শুধু সামনেই নয়, প্রকাশ্যে একে অপরকে বলে উঠলেন আই লাভ ইউ! হ্যাঁ, সম্প্রতি এমনই এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন সোনাক্ষী ও তাঁর প্রেমিক অভিনেতা জাহির ইকবাল।

Advertisement

গপ্পোটা একটু বিশদে বলা যাক। বেশ কয়েক বছর ধরেই প্রেম, সম্পর্ক, বিয়ে নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি সোনাক্ষী সিনহাকে। যখনই এসব প্রশ্ন উঠেছে, তখনই পুরো বিষয়টা এড়িয়ে গিয়েছেন। তবে বলিউডের হাওয়ায় উড়ছিল সোনাক্ষী ও জাহির ইকবালের প্রেমের (zaheer iqbal ) খবর। এমনকী, সম্প্রতি সলমন খানের (Salman Khan) পার্টিতেও একসঙ্গে হাজির হয়েছিলেন সোনাক্ষী ও জাহির। আর এবার সোনাক্ষীকে সঙ্গে নিয়ে ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করেছেন জাহির। যে ভিডিওতে দেখা গিয়েছে, বিমানের মধ্যে বসে আছেন দু’জনে। আর এই ভিডিওর ক্যাপশনেই জাহির লিখলেন, ‘জন্মদিনের বিলেটেড শুভেচ্ছা। আমাকে মেরে না ফেলার জন্য ধন্যবাদ। আই লাভ ইউ। আরও খাবার, ঝগড়া, প্রেম ও হাসি তোমার জন্য রইল।’

[আরও পড়ুন:‘তুমি ফিরে এসো!’ কেকে’র শেষ গান নিয়ে স্মৃতিচারণায় গীতিকার গুলজার ]

২০১০ সালে সলমন খানের হাত ধরেই বলিউডে পা রাখেন শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী। প্রথম ছবি থেকেই নজর কাড়েন তিনি। সে সময়ও সলমনের সঙ্গে সোনাক্ষীর প্রেম নিয়ে গুঞ্জন উড়েছিল। তবে সেই গুঞ্জনে ইতি পড়েছে বহুদিন আগেই।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

অন্যদিকে ‘নোটবুক’ ছবির মধ্যে দিয়ে বলিউডে পা রাখেন অভিনেতা জাহির ইকবাল। ছবি ফ্লপ হলেও, সোনাক্ষীর সঙ্গে নাম জড়িয়ে বলিউডের গসিপে ভালই জায়গা করে নিয়েছেন জাহির। শোনা যাচ্ছে, সলমন খানের ‘কভি ইদ কভি দিওয়ালি’তেও নাকি দেখা যেতে পারে জাহির ইকবালকে।

[আরও পড়ুন: অনীকের ‘অপরাজিত’র ১০ বছর আগেই ‘বিষয় পথের পাঁচালী’ তৈরির প্ল্যান, ট্রেলার প্রকাশ্যে এনে দাবি পরিচালকের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement