সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুরের নতুন ছবি ‘পরম সুন্দরী’। সেই ছবিতে জাহ্নবীর অভিনয় নিয়ে ঠাট্টা করে নিজেই রীতিমতো কটাক্ষের শিকার হলেন সোনম বাজওয়া। ঠিক কি ঘটেছিল?
সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধে ‘পরম সুন্দরী’ ছবিতে অভিনয় করেছেন। তবে তাঁর অভিনয় যে খুব মনে ধরেছে দর্শকের তা একেবারেই নয়। এই নিয়ে নানা সমালোচনা চলছেই নেটদুনিয়ায়। সেরকমই সোশাল মিডিয়ায় একটি পোস্টে জাহ্নবীর অভিনয় নিয়ে নানা মন্তব্য করেন নেটিজেনরা। সেখানে সামিল হন অভিনেত্রী সোনম বাজওয়াও। নেটিজেনরা মূলত এই ছবিতে জাহ্নবীর সংলাপ সঠিকভাবে বলতে না পারার দিকটি তুলে ধরেছিলেন। তবে দক্ষিণী কন্যা হিসাবে সাজটি তাঁকে দারুণ মানিয়েছে বলে জানান এক নেটিজেন। আর সেখানেই এক হাসির ইমোজি দেন সোনম। যা দেখে বুঝতেই পারা যাচ্ছে স্পষ্ট যে জাহ্নবীর অভিনয় নিয়ে সোনমও বেশ মজাই করছেন।
ব্যস, এই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। আর তা দেখে রীতিমতো রেগে যান জাহ্নবীর অনুরাগীরা। সোনমকে এখাত নেন তাঁরা। নানা কটাক্ষ ধেয়ে আসে সোনমের দিকে। জাহ্নবীর অনুরাগীরা লেখেন, ‘আপনার নিজের দিকে তাকানো উচিত। আপনি নিজে ঠিক কতটা অভিনয় পারেন সেই বিষয়ে আপনার কোনও ধারণা রয়েছে?’ কেউ আবার লিখেছেন সোনমকে উদ্দেশ্য করে ‘বলিউডের একজন তারকাসন্তান আর একজন বহিরাগত কোনওভাবেই বন্ধু হয়ে উঠতে পারে না।’ উল্লেখ্য, সামনেই মুক্তি পাবে সোনমের ছবি ‘বাগী ৪’, টাইগার শ্রফের বিপরীতে সেই ছবিতে দেখা যাবে সোনমকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.