Advertisement
Advertisement
Anshula Kapoor Rohan Thakkar Engagemen

হবু জামাইবাবুর সঙ্গে খুনসুটি খুশি-জাহ্নবীর! অনশুলার আশীর্বাদের অনুষ্ঠানে কী করলেন সোনম-অর্জুন?

অনশুলার আশীর্বাদে ফ্রেমবন্দি কাপুরদের 'বিগ ফ্যাট হ্যাপি ফ্যামিলি'।

Sonam Kapoor, Arjun, Janhvi at Anshula Kapoor's Engagement Ceremony, FIRST Pic out
Published by: Sandipta Bhanja
  • Posted:October 4, 2025 4:33 pm
  • Updated:October 4, 2025 4:33 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত জুলাই মাসে নিউইয়র্কে সেন্ট্রাল পার্কের দুর্গকে সাক্ষী রেখে অনশুলা কাপুরকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রোহন ঠাক্কর। এবার দুই পরিবারের উপস্থিতিতে বনি কাপুরের বান্দ্রার ফ্ল্যাটে আংটিবদল করে সম্পন্ন হল অনুশুলা-রোহনের আশীর্বাদ পর্ব। পারিবারিক রীতি অনুযায়ী এই অনুষ্ঠানকে ‘গোর ধনা’ বলা হয়। বৃহস্পতিবার রাতে অনশুলার জীবনের এই নতুন অধ্যায়ের সাক্ষী থাকতে হাজির ছিল বনি কাপুরের গোটা পরিবার।

Advertisement

হবু দম্পতিকে শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছিলেন দুই সৎ বোন খুশি-জাহ্নবী। দাদা অর্জুন কাপুর হবু জামাইয়ের কপালে তিলক কেটে তাঁকে পরিবারে স্বাগত জানালেন। স্বামী আনন্দ আহুজাকে নিয়ে উপস্থিত ছিলেন অনশুলার তুতোদিদি সোনম কাপুরও। দিন কয়েক ধরেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। তবে জল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে বোনের আশীর্বাদের অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন সোনম। দেখা গেল সানায়া কাপুরকেও। এদিন পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রয়াত মায়ের ছবি সামনে রেখে আংটিবদল করেন অনশুলা কাপুর ও রোহন ঠাক্কর। কেমন ছিল সেই ‘গোর ধনা’ অনুষ্ঠানের আয়োজন? দিন দুয়েক বাদে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন বনিকন্যা।

অনশুলার শেয়ার করা ফটো অ্যালবামেই দেখা গেল, তিন কন্যা, ছেলে অর্জুন কাপুর ও হবু জামাই রোহন ঠাক্করকে একফ্রেমে নিয়ে খোশমেজাজে বনি কাপুর। দশ বছর বয়সে মাকে হারিয়েছেন অনশুলা। কিন্তু জীবনের নতুন ইনিংস শুরু দিনে নিজের পাশে মায়ের জন্য আসন বরাদ্দ রাখতে ভুললেন না তিনি। প্রয়াত মোনা সূরী কাপুরের ছবিও রাখা ছিল অনুষ্ঠানের আসরে। আরেক ফ্রেমে আশীর্বাদ পর্ব সারার পর মেয়ে অনশুলার সঙ্গে নাচতেও দেখা গেল বনিকে। হবু জামাইবাবুকে ঘিরে ততোধিক উচ্ছ্বসিত খুশি-জাহ্নবী। রোহনের কাঁধে মাথা রেখে ক্যামেরায় পোজ দিতেও ভুললেন না দুই তারকা শ্যালিকা। কখনও বা আবার দিদি অনশুলার সঙ্গে খুনসুটিতে মাততে দেখা গেল তাঁদের। জাহ্নবীর প্রেমিক শিখর পাহাড়িয়াও উপস্থিত ছিলেন রোহন-অনশুলার বাগদানের অনুষ্ঠানে। শ্রীদেবীকে বিয়ে করার জন্যে শৈশবে বনি কাপুরের উভয়পক্ষের সন্তানদের মধ্যে যতই দূরত্ব তৈরি হোক না কেন, সময়ই সব ক্ষত সারিয়ে আবারও তাঁদের ‘এক পরিবার’ হিসেবে একছাদের তলায় বেঁধে দিয়েছে। অনশুলা কাপুরের ‘গোর ধনা’ অনুষ্ঠানই তার বড় প্রমাণ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

উল্লেখ্য, শ্রীদেবীর মৃত্যুর পরই বনির প্রথম পক্ষের দুই সন্তান অর্জুন কাপুর এবং অনশুলা কাপুরের সুসম্পর্ক তৈরি হয় জাহ্নবী এবং খুশির। অর্জুনও একাধিকবার একাধিক সাক্ষাৎকারে বলেছেন যে, শৈশব থেকেই তিনি মানসিক অবসাদে ভুগেছেন বাবা বনি কাপুরের দ্বিতীয় বিয়ের জন্য। বলিপাড়ার অন্দরমহলে কান পাতলেই শোনা যায়, অর্জুনের মা মোনা কাপুরই শ্রীদেবীকে নিজের বাড়িতে থাকতে দিয়েছিলেন। মিঠুনের সঙ্গে তখন শ্রীদেবীর প্রেমের জল্পনা তুঙ্গে। এদিকে দুই সন্তান-স্ত্রীকে নিয়ে ভরা সংসার বনির। তবে লাস্যময়ীর প্রেমের হাতছানি এড়াতে পারেননি প্রযোজক। যার জেরে সংসার ভাঙে। পরবর্তীতে শ্রীদেবীকে বিয়ে করেন বনি এবং তাঁদের দুই মেয়ে জাহ্নবী এবং খুশি। শৈশবে মা-বাবার দাম্পত্য অশান্তি ছাপ ফেলেছিল অর্জুনের মনেও। তবে শ্রীদেবীর মৃত্যুর পরই দুই পক্ষের সন্তানরা কাছাকাছি এসে ‘বিগ ফ্যাট হ্যাপি ফ্যামিলি’ হিসেবে ধরা দেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ