Advertisement
Advertisement
Sonu Nigam

মঞ্চে দাঁড়িয়ে অঝোরে কান্না, কী হল সোনু নিগমের?

প্রিয় গায়কের চোখে জল দেখে আবেগ সামলাতে পারলেন না অনুরাগীরাও।

Sonu Nigam breaks into tears during his live performance
Published by: Sayani Sen
  • Posted:February 24, 2025 8:24 pm
  • Updated:February 24, 2025 8:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঞ্চে সোনু ম্যাজিক। মোহিত হয়ে অনুষ্ঠান দেখছেন অগণিত মানুষ। জমজমাট অনুষ্ঠানের মাঝে কেঁদে ফেললেন সোনু নিগম। প্রিয় গায়কের চোখে জল দেখে আবেগ সামলাতে পারলেন না অনুরাগীরাও। তাঁদের কারও কারও ভিজল চোখের কোণ। বেঙ্গালুরুর অনুষ্ঠানের এই ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।

Advertisement

কয়েকদিন আগে অসহ্য যন্ত্রণায় প্রায় শয্যাশায়ী ছিলেন সোনু। সুস্থ হয়ে আবার মঞ্চে ফিরেছেন। বেঙ্গালুরুতে অনুষ্ঠান ছিল গত শনিবার। অনুরাগীদের অনুরোধে ‘মেরে ঢোলনা’ গানটি গাইতে শুরু করেন। ওই গানটি গাইতে গিয়ে আবেগে ভাসেন সঙ্গীতশিল্পী। চোখের জলে ভাসেন। ইনস্টাগ্রামে এরপর একটি ভিডিও বার্তা শেয়ার করেন সোনু।

All about Sonu Nigam's Kolkata Concert

অনুষ্ঠানমঞ্চে দাঁড়িয়ে কেঁদে ফেলার ঘটনার বর্ণনা দেন। বলেন, “বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠান ছিল। গাইতে গাইতে আবেগপ্রবণ হয়ে পড়ি। শারীরিক, মানসিক ক্লান্তি নিয়ে সকালে ঘুম থেকে উঠি। মঞ্চে দাঁড়িয়ে আমি কান্না থামাতে পারছিলাম না। নিয়ন্ত্রণ করতে পারলে গান থামিয়ে দিতাম। কিন্তু তাতে অনুরাগীদের খারাপ লাগত।” তিনি আরও বলেন, “আমি বুঝেছি কোনও শিল্পী নিখুঁত না গাইলেও অনুষ্ঠানের মাঝে এমন আবহ তৈরি হয় যে অনায়াসে গানের সঙ্গে একাত্ম হয়ে যেতে পারেন শ্রোতারা। আবেগে ভেসে তাঁরাও কেঁদে ফেলেন।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

বছর দুয়েক আগে মৃত্যু হয় সোনু নিগমের মায়ের। সেই সময় মঞ্চে উঠে প্রায়শয়ই কেঁদে ফেলতেন সোনু। বিশেষত ‘কেয়া হুয়া তেরা ওয়াদা’ গাইতে গিয়ে চোখের কোণ ভিজত তাঁর। ‘অভি মুঝমে কহি’ গানটি শোনার সময়ও চোখে জল আসে সোনুর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement