Advertisement
Advertisement
Sonu Nigam

সোনু নিগমের নাম ভাঁড়িয়ে জালিয়াতি! খবর পেয়েই মোক্ষম ব্যবস্থা নিলেন সংগীতশিল্পী

কীভাবে চলছিল এই প্রতারণাচক্র?

Sonu Nigam recently warned his fans against fraudster | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 29, 2023 6:44 pm
  • Updated:July 29, 2023 6:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর নাম ব্যবহার করে প্রতারণাচক্র চলছিল। খবর পেয়েই ব্যবস্থা নিলেন সোনু নিগম (Sonu Nigam)। সোশ্যাল মিডিয়ায় দিলেন বার্তা। স্ক্রিনশট শেয়ার করে নিজের অনুরাগী তথা বৃহত্তর পরিবারের সদস্যদের সতর্ক করে দিলেন সংগীতশিল্পী।

Advertisement

sonu nigam

যে স্ক্রিনশটগুলি সোনু শেয়ার করেছেন। তাতে এরিকা নামের একটি প্রোফাইল থেকে সরাসরি মেসেজ করে দাবি করা হচ্ছে তিনি সোনুর টিমের সদস্য। আর কিছু ভাগ্যবান বা ভাগ্যবতী অনুরাগীদের সরাসরি সোনুর সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে। এর জন্য কী করতে হবে? সমাজসেবার জন্য কিছু টাকা দান করতে হবে বলেই জানানো হচ্ছে।

[আরও পড়ুন: ‘সুখ দিয়েছিল, কিন্তু…’, প্রাক্তন প্রেমিককে নিয়ে বিস্ফোরক সানি লিওনি]

কেউ দান করতে রাজি হলেও তাঁকে পাঠানো হচ্ছে একটি মেল আইডি। তাতে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাতে বলা হচ্ছে। পরে আবার টাকা পাঠানো হয়ে গেলে তার রিসিটও পাঠাতে বলা হচ্ছে। এই সমস্ত কথোপকথনের স্ক্রিনশট নিজের ভেরিফায়েড প্রোফাইলে সোনু শেয়ার করেছেন। আর তার ক্যাপশনে লিখেছেন, “আমার প্রিয় বন্ধু আর পরিবারের সদস্যরা… কেউ খুব চেষ্টা করে ‘নিষ্ঠা’ ভরে টাকা রোজগার করার চেষ্টা করছে… দেখুন একবার আর সাবধান থাকুন।”

খ্যাতির শিখরে থাকার মূল্য তারকাদের মাঝে মধ্যে দিতেই হয়। ট্রোল, ব্যঙ্গ, বিদ্রুপের পাশাপাশি প্রতারণার শিকারও হতে হয়। আবার তারকাদের নাম ভাঁড়িয়ে টাকা তোলার উদাহরণও আছে। এমনই এক অভিজ্ঞতা সোনু নিগমের হয়েছে। আর শিল্পী বিষয়টি মোটেও হালকাভাবে নেননি। সোশ্যাল মিডিয়ায় বার্তা দেওয়ার পাশাপাশি নাকি তিনি পুলিশেও অভিযোগ জানিয়েছেন।

[আরও পড়ুন: সেন্সরে বাদ পড়েনি ‘খেলা হবে’ ও ‘রবিঠাকুর’, বিতর্ক নিয়েই বক্স অফিসে দারুণ এন্ট্রি ‘রকি-রানি’র]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement