Advertisement
Advertisement
Sonu Sood Birthday

‘মসিহা’র ছত্রছায়ায় এবার প্রবীণরা, জন্মদিনে ‘বৃদ্ধাশ্রম’ উপহার সোনু সুদের

জন্মদিনে বড় ঘোষণা সোনু সুদের।

Sonu Sood Announces Old Age Home For 500 Senior Citizens On His Birthday
Published by: Sandipta Bhanja
  • Posted:July 30, 2025 9:03 pm
  • Updated:July 30, 2025 9:03 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার ৫২ বছরে পা রাখলেন সোনু সুদ। আর এই বিশেষ দিনটিকেও তিনি উৎসর্গ করলেন মানবসেবায়। জন্মদিনে বৃদ্ধাশ্রম চালু করার কথা ঘোষণা করেছেন বলিউড অভিনেতা। আর সোনুর এহেন মানবিক উদ্যোগে খুশি তাঁর প্রবীণ অনুরাগীরা।

Advertisement

বলিউডের ‘ভিলেন’। অথচ দুস্থদের ‘মসিহা’। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় তিনি যত না লাইমলাইটে, তার থেকেও সোনু সুদ বেশি চর্চিত বাস্তবজীবনের কর্মকাণ্ড নিয়ে। সেই কোভিড পর্ব থেকেই ঈশ্বরের দূতের মতো প্রান্তিক মানুষদের জন্য লড়ে যাচ্ছেন তিনি। কারও পড়াশোনার ভার নিয়েছেন, কোনও অনাথ শিশুকে মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন আবার কখনও বা ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের দুবেলা দুমুঠো অন্নসংস্থান করে দিয়ে মানুষের মন জর করেছেন। যার জন্যে অবশ্য রাজনীতির ময়দান থেকেও ভোটে লড়ার ডাক পেয়েছেন বহুবার। তবে মানুষের সেবা করার জন্য যে নির্দিষ্ট কোনও দলের রং-পতাকার আশ্রয় নিতে হয় না, সেটা ঠারেঠোরে নিজের কাজে বুঝিয়ে দিয়েছেন সোনু সুদ। এবার ফের একবার মসিহা হিসেবে অবতরণ তাঁর।

জন্মদিনে ‘রিটার্ন গিফট’ দিলেন সোনু সুদ। পাঁচশো প্রবীণ নাগরিকদের জন্য গড়ে তুললেন এক বৃদ্ধাশ্রম। যাঁদের দেখাশোনা করার জন্য কেউ নেই। এবার থেকে তাঁদের যত্নে রাখার ব্যবস্থা করলেন সোনু সুদ। চারবেলা খাওয়া-দাওয়া থেকে শুরু করে সেসব প্রবীণ নাগরিকদের চিকিৎসার দায়ভারও বহন করবেন অভিনেতা। শুধু তাই নয়, মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী প্রত্যেকের জন্য আলাদা করে স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা থাকবে বলেও জানা গিয়েছে। সোনুর এহেন মানবিক উদ্যোগে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ড়ু।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ