সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাঠি নয়। বরং খালি হাতেই সাপ খেলাচ্ছেন সোনু সুদ! বলিউড অভিনেতা কি ‘বাবুরাম সাপুড়ে’ হয়ে গেলেন নাকি? ছবি-ভিডিও দেখে এমন প্রশ্ন মনে ঘুরপাক খাওয়া অস্বাভাবিক নয়। তবে মানবদরদী সোনুর এহেন কীর্তি আদতে আবাসনের বাসিন্দাদের সতর্ক করতেই। যা দেখে শিউড়ে উঠেছেন অভিনেতার প্রতিবেশীরা।
বলিউডের ‘ভিলেন’। অথচ দুস্থদের ‘মসিহা’। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় তিনি যত না লাইমলাইটে, তার থেকেও সোনু সুদ বেশি চর্চিত বাস্তবজীবনের কর্মকাণ্ড নিয়ে। সেই কোভিড পর্ব থেকেই ঈশ্বরের দূতের মতো প্রান্তিক মানুষদের জন্য লড়ে যাচ্ছেন তিনি। কারও পড়াশোনার ভার নিয়েছেন, কোনও অনাথ শিশুকে মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন আবার কখনও বা ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের দুবেলা দুমুঠো অন্নসংস্থান করে দিয়ে মানুষের মন জর করেছেন। যার জন্যে অবশ্য রাজনীতির ময়দান থেকেও ভোটে লড়ার ডাক পেয়েছেন বহুবার। তবে মানুষের সেবা করার জন্য যে নির্দিষ্ট কোনও দলের রং-পতাকার আশ্রয় নিতে হয় না, সেটা ঠারেঠোরে নিজের কাজে বুঝিয়ে দিয়েছেন সোনু সুদ। এবার ফের একবার মসিহা হিসেবে অবতরণ তাঁর। তবে এবার নিজের আবাসনের বাসিন্দাদের জন্য। আবাসন থেকে খালি হাতে সাপ উদ্ধার করে বিশেষজ্ঞদের ডেকে পাঠালেন অভিনেতা।
View this post on Instagram
ঠিক কী ঘটেছে? বলিউড মাধ্যম সূত্রে খবর, অভিনেতার মুম্বইয়ের আবাসনে সম্প্রতি সাপ ঘুরছিল। এমন অভিজাত আবাসনে নাকি মাঝেমধ্যেই সাপের আনাগোনা হয়। তবে সাপের খপ্পড়ে পড়ে সোনু সুদ ভয় পাননি। বরং শান্তভাবেই ওই সাপটিকে খালি হাতে ধরে ফেলেন অভিনেতা। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নিজেই ছড়িয়ে দিয়েছেন নেটপাড়ায়। তবে এহেন হিরোগিরির পাশাপাশি সোনু সুদ কিন্তু এক গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছেন। তাঁর সতর্কবাণী, “আমাকে দেখে আপনারা নিজেরা চেষ্টা করবেন না। বরং প্রশিক্ষণপ্রাপ্ত সর্পবিশেষজ্ঞদের ডাকবেন আগে। সোনু জানান, এই সাপটি আমাদের আবাসনের মধ্যে ঢুকে পড়েছিল। খুব একটা বিষাক্ত নয় যদিও। তবে আমাদের সকলের একটু সাবধান থাকা উচিত। অনেকবার আমাদের আবাসনে দেখেছি, তাই আমি সকলকে বলব বিশেষজ্ঞদের ডাকুন। আমি সাপ ধরতে পারি। তাই ধরলাম।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.