সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয় তাঁর পেশা। আর নেশা মানুষের পাশে দাঁড়ানো। তার ফলে কোভিডকালে দুস্থের ‘মসিহা’ হয়ে ওঠেন অভিনেতা সোনু সুদ। মানবদরদী অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ প্রায় সকলে। মিস ওয়ার্ল্ডের মঞ্চে সম্মানিতও হয়েছেন। রবিবার হায়দরবাদের অনুষ্ঠানে অভিনেতা রানা দাগ্গুবতির হাত থেকে পুরষ্কার নেন সোনু সুদ। ওই পুরস্কার নেপথ্য নায়কদের উৎসর্গ করেন অভিনেতা।
সোনু ইনস্টাগ্রামে অনুষ্ঠানে পাঁচটি ছবি শেয়ার করেন। সঙ্গে লেখেন, “এই পুরস্কার সেই মায়েদের যাঁরা সন্তানের বাসের জন্য প্রার্থনা করেন। সেই সব ছাত্রদের যারা পড়াশোনা খরচ জোগাড় করতে পারে না কিন্তু স্বপ্ন দেখতে ছাড়ে না। এবং সেইসব পরিযায়ী শ্রমিকদের যাঁরা মাইলের পর মাইল হেঁটেছেন কিন্তু বিশ্বাস হারাননি।”
View this post on Instagram
বলে রাখা ভালো, বারবার নিজের ধৈর্য ও চিন্তাশীল মনের পরিচয় দিয়েছেন সোনু সুদ। সংকট মোচন করে বিপদে পড়া মানুষদের কাছে তিনি ভগবানের সমান হয়ে উঠেছেন। গত ২০২০ সালের কোভিডকালে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। ট্রেন, বাস, বিমান পরিষেবা এক নিমেষে বন্ধ হয়ে যায়। তার ফলে ভিনরাজ্যে কাজে গিয়ে আটকে পড়েন বহু শ্রমিক। আবার কাজ হারান। আর্থিক সমস্যাতেও পড়েন অনেকেই। অনেকের খাদ্য সংস্থানও ছিল না। সেই সময় সাধারণ মানুষের ‘মসিহা’ হয়ে পাশে দাঁড়ান সোনু সুদ। এছাড়া বিহারে অনাথ শিশুদের স্কুল তৈরিতে অর্থ সাহায্য কিংবা দুবাই বিমানবন্দরে যাত্রীর প্রাণ বাঁচানো, সিনেমা ছাড়াও এভাবেই শিরোনামে থাকেন অভিনেতা। তাঁকে নিয়ে আবেগ, উন্মাদনা এমন জায়গায় পৌঁছেছে যে তেলেঙ্গানার মতো একাধিক জায়গায় মূর্তি তৈরি করে তাঁর পুজো করেন সাধারণ মানুষ। সেই ‘মসিহা’র স্বীকৃতিতে খুশি তাঁর অনুরাগীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.