Advertisement
Advertisement
Sonu Sood

কোভিডকালে দুস্থের ‘মসিহা’, মিস ওয়ার্ল্ডের মঞ্চে পুরস্কৃত হতে চলেছেন সোনু সুদ

‘মসিহা’র স্বীকৃতিতে খুশি অনুরাগীরা।

Sonu Sood to receive the Humanitarian Award at the 72nd Miss World Festival for his COVID-19 relief effort
Published by: Sayani Sen
  • Posted:May 7, 2025 4:57 pm
  • Updated:May 7, 2025 4:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২০২০ সালের কোভিডকালে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। ট্রেন, বাস, বিমান পরিষেবা এক নিমেষে বন্ধ হয়ে যায়। তার ফলে ভিনরাজ্যে কাজে গিয়ে আটকে পড়েন বহু শ্রমিক। আবার কাজ হারান। আর্থিক সমস্যাতেও পড়েন অনেকেই। অনেকের খাদ্য সংস্থানও ছিল না। সেই সময় সাধারণ মানুষের ‘মসিহা’ হয়ে পাশে দাঁড়ান সোনু সুদ। তাঁর মানবিক উদ্যোগকে কুর্নিশ জানাতে বিশেষ উদ্যোগ মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের। ৭২ তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে পুরস্কৃত করা হবে তাঁকে।

আগামী ৩১ মে, মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালের গ্র্যান্ড ফাইনাল। হায়দরবাদে হবে অনুষ্ঠান। ওই অনুষ্ঠান বিচারকমণ্ডলীর একজনও সোনু সুদ। ওই মঞ্চেই অভিনেতার ফাউন্ডেশনকে মানুষের প্রতি সেবার জন্য পুরস্কার দেওয়া হবে। মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সিইও জুলিয়া মর্লি সিবিই বলেন, “বহু মানুষকে আলোর দিশা দেখান সোনু। তাঁর অনুপ্রেরণামূলক কাজের জন্য সোনু সুদকে অনন্য সম্মান দেওয়া হবে।” সোনু সুদ বলেন, “আমি গর্বিত। আপনাদের সমর্থন আমাদের আরও ভালো কাজের শক্তি জোগাবে। আমাদের মতো আরও স্বেচ্ছাসেবকদের সঙ্গে স্বীকৃতি ভাগ করে নিতে চাই।”

বারবার নিজের ধৈর্য ও চিন্তাশীল মনের পরিচয় দিয়েছেন সোনু সুদ। সংকট মোচন করে বিপদে পড়া মানুষদের কাছে তিনি ভগবানের সমান হয়ে উঠেছেন। বিহারে অনাথ শিশুদের স্কুল তৈরিতে অর্থ সাহায্য কিংবা দুবাই বিমানবন্দরে যাত্রীর প্রাণ বাঁচানো, সিনেমা ছাড়াও এভাবেই শিরোনামে থাকেন অভিনেতা। তাঁকে নিয়ে আবেগ, উন্মাদনা এমন জায়গায় পৌঁছেছে যে তেলেঙ্গানার মতো একাধিক জায়গায় মূর্তি তৈরি করে তাঁর পুজো করেন সাধারণ মানুষ। সেই ‘মসিহা’র স্বীকৃতি পেতে চলেছেন শুনে খুশি তাঁর অনুরাগীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement