Advertisement
Advertisement
Sonu Sood Punjab Flood

‘বিপন্ন দেশের অন্নদাতারাই’, বানভাসি পাঞ্জাবে জনসেবায় ব্যস্ত সোনু সুদের এ কী হাল!

শুকনো চেহারা, উধাও জৌলুস! 'ঈশ্বরের দূত' সোনু সুদের 'গ্রাউন্ড জিরো' রিপোর্টে চোখে জল।

Sonu Sood’s Ground Report From Punjab Floods Leaves Fans Emotional
Published by: Sandipta Bhanja
  • Posted:September 13, 2025 3:32 pm
  • Updated:September 13, 2025 3:32 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের ‘ভিলেন’। অথচ দুস্থদের ‘মসিহা’। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় সোনু সুদ যত না লাইমলাইটে, তার থেকেও অভিনেতা বেশি চর্চিত বাস্তবজীবনের কর্মকাণ্ড নিয়ে। এবার পাঞ্জাবের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন ‘বাস্তবের হিরো’। শুধু ত্রাণসামগ্রী পাঠিয়ে কিংবা আর্থিক সাহায্য করেই ক্ষান্ত হননি সোনু সুদ, বরং নিজে সশরীরে হাজির হয়েছেন বন্যার্তদের মাঝে। শুকনো চেহারা, উধাও বলিউডি গ্ল্যামার! একনজরে অভিনেতাকে দেখে চেনা দায়। আচ পাঁচজন উদ্ধারকারীদের ভিড়ে মিশে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধারকার্য চালাচ্ছেন তিনিও। ‘গ্রাউন্ড জিরো’ থেকে দেশের অন্নদাতাদের হয়ে কাতর আর্তি জানালেন অভিনেতা।

Advertisement

দিন কয়েক ধরেই নিজের স্বেচ্ছাসেবী সংস্থার টিম নিয়ে পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন সোনু। দিনরাত এক করে বন্যাকবলিত গ্রামগুলিতে মানবসেবায় ব্যস্ত অভিনেতা। যার প্রভাব পড়েছে সোনু সুদের শরীরেও! শীর্ণকায় চেহারা, প্রখর রোদে তেতে-পুড়ে অভিনেতার গায়ের রং-ই বদলে গিয়েছে। তবে সেসবে ভ্রুক্ষেপ নেই সোনু সুদের। রুটি হাতে অভিনেতা বলছেন, “আমরা সকাল থেকে যেসব গ্রামেগঞ্জে ঘুরে বেড়াচ্ছি, প্রত্যেকের বাড়ির দুরাবস্থা হলেও ওঁরা কিন্তু আমাদের চা, দুধ, খাবার খাওয়ার জন্য সুধোচ্ছেন। অতিথি আপ্যায়ণে কোনও খামতি রাখছেন না। কৃষকদের কথা ভাবুন। ওঁরা আমাদের দেশের অন্নদাতা, গোটা দেশের মুখে ভাত তুলে দেন, আর তাঁদেরই চাষের জমি বন্যায় তলিয়ে গিয়েছে। জল তো নেমে যাবে কিন্তু ওদের চাষের জমি তো ঠিক হবে না। ওঁদের এখন সাহায্যের প্রয়োজন। আমাদের সকলের উচিত এগিয়ে আসা। নিজেদের ঋণ শোধ করে দেওয়া।”

দিন কয়েক আগেই সংবাদমাধ্যমের কাছে এপ্রসঙ্গে সোনু সুদ জানিয়েছিলেন, “এখানে পরিস্থিতি সঙ্গীন। বহু মানুষের জীবন বিপন্ন। জীবিকা হারিয়ে, বাসস্থান হারিয়ে মানুষের চোখে এখন শুধুই শূন্যতা। প্রশাসনের সাহায্য যেমন এক্ষেত্রে দরকার, তেমনই দরকার আরও পাঁচজন মানুষের সাহায্যের হাত। এটা অনেক বড় দায়িত্ব। পাঞ্জাবকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে। আমি বন্যার্তদের পাশে আছি। তাঁরা এই বিপর্যয়ে একা নন।” এবার ‘গ্রাউন্ড জিরো’ রিপোর্ট দেখে কুর্নিশ নেটপাড়ার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ