Advertisement
Advertisement
Siddharth-Kiara

কিয়ারাকে নিয়ে তড়িঘড়ি হাসপাতালে সিদ্ধার্থ, সুখবরের অপেক্ষায় অনুরাগীরা

তাহলে কি আর কিছু সময়ের অপেক্ষা?

soon to be parents Siddharth and Kiara spotted at bandra's hospital
Published by: Arani Bhattacharya
  • Posted:July 12, 2025 4:29 pm
  • Updated:July 12, 2025 4:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের শুরুতেই নতুন সদস্যের আগমনের খবর জানিয়েছিলেন কিয়ারা আডবানি ও সিদ্ধার্থ মলহোত্রা। সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন তারকা দম্পতি। তাঁদের পোস্টে দেখা গিয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার হাতের উপর রাখা সাদা রঙের একজোড়া ছোট্ট মোজা। ক্যাপশনে লিখেছিলেন, ‘আমাদের জীবনে নতুন অতিথি আসছে।’ সন্তান আসার সুখবর জানানোর পর ক্যামেরার সামনে মাঝেমাঝে দেখা দিয়েছেন কিয়ারা। অন্যদিকে চিকিৎসকের কাছে গেলে সিদ্ধার্থ বরাবর আগলেছেন কিয়ারাকে পাপারাজ্জিদের ক্যামেরার ঝলক থেকে।

Advertisement

শনিবার সিদ্ধার্থ ও কিয়ারা ফের গিয়েছিলেন চিকিৎসকের কাছে। আর সেখানেই তাঁদের ছবি তোলার জন্য রীতিমতো পাপারাজ্জিরা হুড়োহুড়ি শুরু করে দেয়। আর প্রতিবারের মতোই এবারেও কিয়ারাকে নিয়ে সাবধানতার সঙ্গে ঢুকে যান হাসপাতালে। ছাতার আড়ালে স্ফীতোদর আগলে কিয়ারাও সোজা চলে যান হাসপাতালের ভিতর। সঙ্গে ছিলেন কিয়ারার বাবা। নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে নেটপাড়ায় সেই ভিডিও। অনেকেই ধারণা করছেন তাহলে কি আর কিছু সময়ের অপেক্ষা? সিদ্ধার্থ-কিয়ারার সন্তান কি আজই আসবে কোল আলো করে? নাকি সন্তান আসার আগে রুটিন চেকআপে এসেছিলেন কিয়ারা?

২০২৩ সালে চারহাত এক হয় সিদ্ধার্থ ও কিয়ারার। বিয়ের দু’বছরের মাথাতেই সুখবর শোনাচ্ছেন তারকা দম্পতি। উল্লেখ্য, অন্তঃসত্ত্বা হওয়ার পর কাজ থেকে ছুটি নিয়েছেন সিদ্ধার্থ ঘরনি। একইসঙ্গে মাতৃত্বের এই পথচলাও রীতিমতো উপভোগ করছেন তিনি। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবেও রেড কার্পেটে হেঁটে নজর কেড়েছিলেন নায়িকা। এবার দুই থেকে তিন হওয়ার অপেক্ষায় দিন গুনছেন তাঁরা। অপেক্ষায় রয়েছেন তাঁদের অনুরাগীরাও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement