Advertisement
Advertisement

Breaking News

Nayanthara

‘আমার পরান যাহা চায়…’, বিবাহবার্ষিকীতে ভিগ্নেশকে নিয়ে আদুরে পোস্ট নয়নতারার

নয়নতারার পোস্টে রবীন্দ্রসঙ্গীতের প্রতিধ্বনি!

South Indian actress Nayanthara's poetic anniversary post for husband Vignesh Shivan overflows with love, romance
Published by: Sucheta Sengupta
  • Posted:June 9, 2025 2:31 pm
  • Updated:June 10, 2025 8:55 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্দায় তাঁর বিবাহিত জীবন নিয়ে যতই টানাপোড়েন থাক, ব্যক্তিগত জীবন বেশ মসৃণ। প্রেম-টেম নিয়ে তেমন জটিলতা নেই। ৬ বছর ধরে প্রেমের পর তিনবছর আগে সেই প্রেমিকের সঙ্গে ঘর বেঁধেছেন দক্ষিণী নায়িকা নয়নতারা। পরিচালক স্বামী ভিগ্নেশ শিবনের সঙ্গে তাঁর রসায়ন অনেকের কাছেই ঈর্ষণীয়। তাঁদের ঈর্ষা নিশ্চিত আরও বাড়িয়ে তুলল অভিনেত্রীর সাম্প্রতিক পোস্ট। তৃতীয় বিবাহবার্ষিকীতে স্বামীকে নিয়ে কাব্যময় রোমান্টিক পোস্ট করলেন ইনস্টাগ্রামে। দু’জনের কাটানো একান্ত মুহূর্তের ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। তাতেই স্পষ্ট, দুই সন্তানের মা-বাবা পরস্পরের প্রেমের একেবারে মশগুল!

Advertisement
বিয়ের আসরে নয়নতারা-ভিগ্নেশ। ফাইল ছবি।

‘আমার পরান যাহা চায়/ তুমি তাই/ তুমি তাই গো…’। তৃতীয় বিবাহবার্ষিকীতে স্বামীকে শুভেচ্ছা জানাতে গিয়ে নয়নতারায় লেখায় যেন এই রবীন্দ্রসঙ্গীতেরই প্রতিফলন। ‘জওয়ান গার্ল’ লিখেছেন, ”প্রায়ই বিস্মিত হই যে কে কাকে বেশি ভালোবাসি। কিন্তু এই প্রশ্নের উত্তর কখনও পাইনি। নিজেদের কীভাবে বর্ণনা করব, জানি না। যা যা চেয়েছি জীবনে, তুমিই সব। তুমি দেখিয়ে দিয়েছ, ভালোবাসা কাকে বলে। এর বেশি আর কিছু চাই না। সবশেষে আমাদের দু’জনের তরফে আমাদের চারজনের জন্য শুভেচ্ছা।” নয়নতারা-ভিগ্নেশের যমজ সন্তান উয়ির, উলাগ। বিবাহবার্ষিকীর পোস্টে তাদেরও শামিল করেছেন অভিনেত্রী।

২০১৫ সালে সিনেমার সেটে পরিচালক ভিগ্নেশের সঙ্গে পরিচয় নয়নতারার। সেই থেকে প্রেম। ৬ বছর পর ২০২১ সালে প্রেমে সিলমোহর দিয়েছিলেন সেলিব্রিটি যুগল। পরের বছর, ২০২২ সালে চারহাত এক হয় ভিগ্নেশ-নয়নতারার।

বিয়ের পর নয়নতারা-ভিগ্নেশ। ফাইল ছবি।

বিয়ের পরপরই সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের অভিভাবক হন তাঁরা। দুই ছেলেকে নিয়ে তাঁদের ভরা সংসার। পাশাপাশি দু’জনের কেরিয়ারগ্রাফও তরতরিয়ে উঠেছে। এসব সামলেও নিজেদের হৃদয়ে প্রেমের প্রদীপ জ্বালিয়ে রেখেছেন নয়নতারা-ভিগ্নেশ। বিয়ের তৃতীয় জন্মদিন আলোকিত হয়ে উঠল সেই প্রদীপের আলোতেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement