সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিছিয়ে গেল ‘স্পেশাল অপস সিজন ২’-এর মুক্তি। এই সিরিজের ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই দিনগোনা শুরু করেছিলেন দর্শক। মুখিয়ে ছিলেন ফের হিম্মত সিংকে পর্দায় দেখার জন্য। কিন্তু হঠাৎই পিছিয়ে গেল ‘স্পেশাল অপস সিজন ২’ মুক্তির দিন। কবে আসবে দর্শকের দরবারে তা নিজেই সোশাল মিডিয়ায় জানিয়েছেন পর্দার ‘হিম্মত সিং’ অর্থাৎ অভিনেতা কে কে মেনন।
এই জনপ্রিয় সিরিজ মুক্তি পাবে ১১ জুলাই এমনটাই এর আগে জানানো হয়েছিল কিন্তু একসপ্তাহ পিছিয়ে গেল সেই মুক্তি। দর্শকের দরবারে এই সিরিজ আসবে ১১ জুলাইয়ের পরিবর্তে ১৮ জুলাই। এদিন অভিনেতা কে কে মেনন নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সেই খবর দেন। তিনি বলেন, “স্পেশাল অপসের সকল দর্শকের জন্য একটি বিশেষ ঘোষণা। ‘স্পেশাল অপস সিজন ২’ এবার ১১ জুলাইয়ের পরিবর্তে ১৮ জুলাই মুক্তি পাবে। আসলে অনেক সিদ্ধান্ত আমাদের পরিস্থিতির উপর নির্ভর করে নিতে হয়। তাই এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাত্র একটা সপ্তাহের অপেক্ষা তারপরেই আপনাদের সামনে আসবে আপনাদের পছন্দের সিরিজ। তবে আগের মতোই টানটান উত্তেজনা থাকবে ও সবকটি পর্ব একসঙ্গে আসবে আপনাদের কাছে।”
View this post on Instagram
কথায় বলে সবুরে মেওয়া ফলে। আর ঠিক সেভাবেই কিন্তু অপেক্ষার প্রহর গোনা শুরু করলেন দর্শক। ফের ‘র’এজেন্ট হিম্মত সিংয়ের ভূমিকায় ফের দেখা যাবে কে কে মেননকে। পরিচালক নীরজ পান্ডে এই সিরিজের প্রথম সিজন মুক্তির পর যথেষ্ট প্রশংসা পেয়েছিলেন। এই সিরিজের সিজন ২’ -এর অ্যাকশনে ভরপুর ট্রেলার দেখেই বোঝা গিয়েছিল এই সিজনে আরও অনেক চমক থাকবে। এই সিরিজে বাঙালি দর্শকের জন্য অপেক্ষা করছে সবথেকে বড় চমক। আর তা হল এই সিরিজে টোটা রায়চৌধুরীকে বিশেষ ভূমিকায় পাওয়া। এক গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যাবে টোটাকে। ছবিতে কে কে মেনন, টোটা রায়চৌধুরী ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন গৌতমী কাপুর, কামাক্ষী ভাট, প্রকাশ রাজ। দিলীপ তাহি, বিনয় পাঠক প্রমুখ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.