Advertisement
Advertisement
Sushant Singh Rajput

সুশান্তের পঞ্চম মৃত্যুবার্ষিকী, বিশেষ যজ্ঞের আয়োজন ভক্তদের

সুশান্তের মৃত্যুর পাঁচ বছর পরেও সুবিচারের আশায় লড়াই চালাচ্ছেন দিদি শ্বেতা সিং কীর্তি।

special Puja Held To Remember Late Actor Sushant Singh Rajput

ছবি: ফেসবুক

Published by: Arani Bhattacharya
  • Posted:June 14, 2025 9:21 pm
  • Updated:June 14, 2025 9:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই’। চোখের নিমেষে কেটে গেল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু পরবর্তী পাঁচটা বছর। এই পাঁচ বছরে এমন একটা দিন যায়নি যে দিন সুশান্ত অনুরাগীদের তাঁর জন্য মনখারাপ হয়নি। বারবার অভিনেতার মৃত্যুশোক তাঁর অনুরাগীদের মনে ঘুরে ফিরে এসেছে। কুরে কুরে খেয়েছে তাঁদের। 

Advertisement

শনিবার সুশান্তের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে স্মৃতির সরণীতে হাঁটলেন সুশান্তভক্তরা। এদিন মুম্বইয়ে অভিনেতার আত্মার শান্তি কামনা করে এক বিশেষ যজ্ঞের ব্যবস্থা করেছিলেন তাঁরা। অভিনেতার ছবিতে তিলক পরিয়ে এই আয়োজনের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন অনুরাগীরা। আজও তাঁদের একইরকমের মন খারাপ। ঠিক যতটা মন ভারী হয়েছিল পাঁচ বছর আগে ১৪ জুন, ২০২০ সালে ভরা অতিমারির মধ্যে যখন দুপুর গড়িয়ে বিকেল নামার মুখে প্রিয় অভিনেতার আকস্মিক মৃত্যুসংবাদ এসেছিল।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

সুশান্তের মৃত্যুর পাঁচ বছর পরেও সুবিচারের আশায় লড়াই করে চলেছেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি। ভাই সুশান্ত যাতে সুবিচার পান সেই আশায় গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দারস্থও হয়েছিলেন তিনি। ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে নিজের ইনস্টাগ্রাম পেজে একটি পোস্ট করেন শ্বেতা। সেই পোস্টে তিনি লেখেন, ‘আজ ভাইয়ের পঞ্চম মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ১৪ জুনের পর থেকে অনেক কিছু ঘটছে। জীবনে অনেক পরিবর্তন এসেছে। সিবিআই তদন্ত করছে। তদন্তের দীর্ঘ প্রক্রিয়া চলছে। তবে আমি বলব আপনারা আশা হারাবেন না। জীবনে যা খুশি ঘটে যাক ভগবানের উপর ভরসা রাখুন।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement