Advertisement
Advertisement
শ্রীলেখা মিত্র

এবার নিজের ইউটিউব চ্যানেল আনছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র

কী থাকবে অভিনেত্রীর এই ইউটিউব চ্যানেলে?

Sreelekha Mitra is going to launch her youtube channel
Published by: Bishakha Pal
  • Posted:August 27, 2019 2:50 pm
  • Updated:August 27, 2019 2:56 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস খানেক আগে মুক্তি পেয়েছে ‘সোয়েটার’। ছবিতে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের অভিনয় প্রশংসা কুড়িয়েছে প্রচুর। অবশ্য শুধু ‘সোয়েটার নয়’, ‘রেনবো জেলি’, ‘আশ্চর্য প্রদীপ’-এর মতো ছবিতেও তিনি বাহবা পেয়েছেন। ফলে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে ভাল মার্কস দিতে তাবড় তাবড় চলচ্চিত্র সমালোচকরাও কুণ্ঠাবোধ করেন না। কিন্তু অভিনেত্রী ব্যক্তিগত জীবনে কেমন? আমরা তো শুধু তাঁকে সেলুলয়েডে দেখতে অভ্যস্ত। ব্যক্তি শ্রীলেখাকে নিয়ে আগ্রহ বা কৌতূহল সীমাতীত। কিন্তু তা মেটানোর রাস্তা কই? এবার অভিনেত্রী নিজেই সেই পথ দর্শালেন। জানালেন, খুব শীঘ্রই নিজের ইউটিউব চ্যানেল লঞ্চ করতে চলেছেন তিনি।

Advertisement

Sreelekha-Mitra

শ্রীলেখা মিত্রের এই ইউটিউব চ্যানেলের নাম ‘আমি শ্রীলেখা’। ফেসবুকে এই নিয়ে একটি পোস্টও দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, আগামী ৩০ আগস্ট বিকেল ৪টের সময় তাঁর ইউটিউব চ্যানেল লঞ্চ করা হবে। একডালিয়ার ‘আমি বাঙালি’ রেস্তরাঁয় হবে চ্যানেলের শুভ সূচনা। অভিনেত্রী জানিয়েছেন, ‘আমি শ্রীলেখা’র প্রথম এপিসোড ইতিমধ্যেই শুট করা হয়ে গিয়েছে। এডিটিংয়ের কাজও সমাপ্ত। এখন শুধু দর্শককে দেখানোর অপেক্ষা। তবে এর জন্য অনুরাগীদের বেশি অপেক্ষা করতে হবে না। ৩০ আগস্টই মুক্তি পাবে প্রথম এপিসোড। শুভ সূচনার অনুষ্ঠানেই মুক্তি পাবে ‘আমি শ্রীলেখা’র প্রথম পর্ব।

[ আরও পড়ুন: রাজনীতিতে যোগদানের খবর নেহাতই রটনা! মুখ খুললেন সঞ্জুবাবা ]

কী থাকবে অভিনেত্রীর এই ইউটিউব চ্যানেলে?  শ্রীলেখা জানিয়েছেন, তাঁর চ্যানেলে রাজনীতির কোনও জায়গা নেই। রাজনীতির সঙ্গে যুক্ত যে কোনও ইস্যুর এখানে প্রবেশাধিকার নিষেধ। তিনি মূলত গঠনমূলক কাজে ব্যবহার করতে চান তাঁর চ্যানেলকে। আর অতি অবশ্যই থাকবে শ্রীলেখার নিজের কথা। তিনি ঠিক যেমন মানুষ, তেমনভাবেই আত্মপ্রকাশ করবেন ‘আমি শ্রীলেখা’য়। ইন্ডাস্ট্রি তো বটেই, দর্শকরাও জানেন তিনি স্পষ্টবক্তা। সত্যি করা মুখের উপর বলতে তাঁর বাধে না। এনিয়ে বারবার খবরে এসেছেন অভিনেত্রী। এছাড়া সময় আর সুযোগ পেলেই নতুন ট্যালেন্টের পাশে থেকেছেন তিনি। সেসবই উঠে আসবে এখানে। এছাড়া তাঁর ফটোশুট, মজার ভিডিও, খাদ্য সংক্রান্ত ভিডিও পাওয়া যাবে চ্যানেলে। এমনকী অভিনেত্রীর শুটিংয়ের সময় ক্যামেরার পিছনের কর্মকাণ্ডও দেখা যাবে ‘আমি শ্রীলেখা’য়।

sreelekha

এর আগে পরিচালক রাজ চক্রবর্তী তাঁর ইউটিউব চ্যানেল খুলেছেন। এবার সেই তালিকায় শামিল হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। বলিউডে একাধিক সেলেব্রিটির নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। টলিউডে খুব বেশি সেলেব্রিটি এখনও এই ট্রেন্ডে গা ভাসাননি। কিন্তু জনসংযোগ আর নিজের প্রচার ক্রমশ ধাপে ধাপে যে উচ্চতায় উঠছে, তাতে মনে হচ্ছে বলিউডের সঙ্গে টক্কর দিতে টলিউডের আর বেশি দেরি নেই।

[ আরও পড়ুন: আমাজন নিয়ে উদ্বিগ্ন লিওনার্দো, ৩৬ কোটি টাকা দিলেন হলিউড অভিনেতা ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ