সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রোল, বিতর্ক যেন তাঁদের নিত্যসঙ্গী। প্রায়শই নেটপাড়ায় আক্রমণাত্মক মন্তব্যের মুখে পড়তে হয় কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজকে। এমনকী ছাড় পায় না অভিনেতার দু’ পক্ষের সন্তানও! যদিও নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের শর্তে চলতেই অভ্যস্ত তারকাদম্পতি, তবে এবার তারকা বিধায়ক স্বামীর অপমানে আর চুপ থাকতে পারলেন না শ্রীময়ী।
ঠিক কী ঘটেছে? শ্রীময়ী চট্টরাজের সাম্প্রতিক এক পোস্টে জনৈক নেটিজেন অশ্লীল ভাষায় কাঞ্চনের জন্ম পরিচয় নিয়ে কটাক্ষ করেন! সাধারণত এইধরণের নেতিবাচক মন্তব্য শ্রীময়ী এড়িয়ে গেলেও এবার পালটা জবাব ছুড়েছেন তিনি। কটুক্তিকারী ওই নেটিজেনের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক শেয়ার করে কলকাতা পুলিশ, লালবাজারের সাইবার ক্রাইম শাখাকে ট্যাগ করে পদক্ষেপের আর্জি জানিয়েছেন কাঞ্চনপত্নী।
শ্রীময়ীর মন্তব্য, “চরম কিছু না হলে সাধারণত আমি কোনও বিষয়ে এতটা রিয়্যাক্ট করি না। অনেকেই আমাদের পোস্টে এসে মজার সব মন্তব্য করেনস আমরা সেগুলি দেখে হাসি কিংবা এড়িয়ে যাই। তবে এবার বাধ্য হলাম মুখ খুলতে। কারণ অশ্লীল শব্দ প্রয়োগ করে এই মহিলা নিজেকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন! পেশাকে নিজেকে রূপটান শিল্পী হিসেবে দাবি করেছেন। কিন্তু উনি কেমন শিল্পী আমার জানা নেই। অন্য কাউকে কীভাবে সুন্দর করে তুলবেন, নিজের মন মানসিকতাই তো নোংরা।” কমেন্ট বক্সেও কটুক্তি করা জনৈক নেটিজেনের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন শ্রীময়ী। অভিনেত্রীর এহেন পোস্টে অনুরাগীরাও সায় দিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন। প্রসঙ্গত, বিয়ের আগে থেকেই শ্রীময়ীর সঙ্গে বন্ধুত্ব, সম্পর্ক নিয়ে একাধিকবার কটাক্ষ, সমালোচনার মুখে পড়েছেন কাঞ্চন মল্লিক। এমনকী তাঁদের বয়সের ফারাক নিয়েও নিত্যদিন নেটপাড়ার নীতিপুলিশদের ‘গাত্রদহে’র প্রমাণ মেলে। এবার পালটা জবাবে ‘রণং দেহি’ শ্রীময়ী চট্টরাজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.