সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাকাবাবুর তৃতীয় ছবির ঘোষণা হয়েছিল অনেক আগেই। কথা ছিল এবছর পুজোয় মুক্তি পাবে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। কিন্তু কোনও কারণে পিছিয়ে যায় ছবি মুক্তির দিন। পরিবর্তে পুজোয় সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘গুমনামি’ মুক্তি পেয়েছে। ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ মুক্তি পাবে পরের বছর পুজোয়। সম্প্রতি একথা জানিয়েছেন পরিচালক।
ছবি মুক্তির দিন প্রকাশ্যে এনে যে ভিডিওটি সৃজিত পোস্ট করেছেন, তাতে ২০১৩ সাল থেকে কাকাবাবুর জার্নি তুল ধরা হয়েছে। ওই বছর মুক্তি পেয়েছিল ‘মিশর রহস্য’। এরপর ২০১৭ সালে আসে ‘ইয়েতি অভিযান’। একবার মরুরাজ্যে আর একবার বরফের দেশে নজর কেড়েছিল সৃজিত-প্রসেনজিৎ জুটি। ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ নিয়েও আশা তেমনই। এখানেও ক্রাচ হাতে রহস্য অনুসন্ধান করতে দেখা যাবে রাজা রায়চৌধুরীকে। তবে এবার অভিযান জঙ্গলে। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি৷ শোনা গিয়েছিল, কেনিয়ার মাসাইমারা গেম রিজার্ভ ফরেস্টে হবে ছবির শুটিং৷ ছবির কাকাবাবু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আগে বলেছিলেন, ‘‘কাকাবাবু আগে মিশর, পাহাড় গিয়েছে৷ কাকাবাবু এই প্রথমবার জঙ্গলে যাবেন৷ শুটিং শুরুর অপেক্ষায় রয়েছি৷ সবাই ছবিটা দেখুন, এটাই চাইব৷’’ এই ছবিতে সন্তু হিসাবে দেখা যাবে আরিয়ানকে৷ এছাড়াও থাকছেন অনির্বাণ চক্রবর্তী৷ যিনি একেনবাবু হিসাবে জনপ্রিয়৷
এবছর পুজোয় মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামি’। উত্তরপ্রদেশের ফৈজাবাদ আশ্রমে থাকা গুমনামি বাবা কি সত্যিই নেতাজি? ১৯৪৫ সালের ১৮ আগস্ট কি সত্যিই কোনও বিমান দুর্ঘটনা ঘটেনি? সেই কথাই উঠে এসেছে ছবিতে। পুজোর বাকি রিলিজগুলোর সঙ্গে পাল্লা দিয়ে এখনও পর্যন্ত বক্স অফিসে বেশি ছক্কা হাঁকিয়েছে সৃজিতের ‘গুমনামি’। ‘গুমনামি’র পর সৃজিত আপাতত হাত দিয়েছেন ‘বাইশে শ্রাবণ’-এর সিক্যুয়েল ‘দ্বিতীয় পুরুষ’-এর কাজে। তারই মাঝে নিজের দ্বিতীয় হিন্দি ছবির কেন্দ্রীয় চরিত্রের কথা ঘোষণা করলেন পরিচালক। প্রযোজনাও করছেন সৃজিত নিজেই। সূত্রের খবর, ডিস্ট্রিবিউশনের দায়িত্ব রয়েছে মুম্বইয়ের এক নামি সংস্থার হাতে।
Pujo 2020.
— Srijit Mukherji (@srijitspeaketh)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.