বিদিশা চট্টোপাধ্যায়: নতুন ছবির ঘোষণা করলেন সৃজিত মুখোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবি’ উপন্যাস প্রকাশ ও তাকে ঘিরে বঙ্গদেশ তথা সারা দেশে তৈরি হওয়া আলোড়নকে কেন্দ্র করেই এগোবে ছবির কাহিনি। এমনটাই জানিয়েছেন পরিচালক। সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে এই ঘোষণা করেছেন তিনি। ছবিটির প্রযোজনায় রানা সরকারের ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া’ এবং এসভিএফ।
রবিবাসরীয় সকালে পরিচালক ফেসবুকে লিখছেন, ‘সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ, হে ভৈরব, শক্তি দাও, ভক্তপানে চাহো’… এরপর থেকেই বিনোদুনিয়ায় আলোচনা সৃজিতের ছবিটি ঘিরে। পরিচালক জানিয়েছেন, ২০২৬ সালের ১ মে মুক্তি পাচ্ছে ছবিটি।
কেন হঠাৎ এরকম একটা বিষয় নিয়ে ছবি করার ইচ্ছা হল? সংবাদ প্রতিদিন ডিজিটালের সঙ্গে কথা বলার সময় এই বিষয়ে সৃজিত জানিয়েছেন, ”আমার বিবিধ বিষয় নিয়েই কৌতূহল রয়েছে। তাই নানা বিষয় নিয়েই ছবি করার কথা ভাবি। এর মধ্যে ইতিহাস নির্ভর ছবিও রয়েছে। বিশেষ করে যে ঘটনা একটু আলাদা, অথচ বেশ ইন্টারেস্টিং সেগুলো নিয়ে রিসার্চ করতে ভালো লাগে। যেমন ‘গুমনামী’র ক্ষেত্রে করেছিলাম। ‘এক যে ছিল রাজা’র সময়ও করতে হয়েছিল। এবার এই বিষয়টা নিয়েও সেটা করেছি।” উল্লেখ্য, ১৯২৬ সালের আজকের দিনেই প্রকাশিত হয়েছিল উপন্যাসটি। তাই এই দিনটিকেই সৃজিত বেছে নিয়েছেন ছবি ঘোষণার তারিখ হিসেবে। এদিকে শোনা যাচ্ছে, ছবির মূল শুটিং কলকাতায় হলেও রেঙ্গুনেও হতে পারে কিছু অংশের শুটিং।
বঙ্গবাণী পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছিল ‘পথের দাবি’। জানা যায় ব্রিটিশ সরকার ‘বিষময়’ বলে উল্লেখ করেছিল এই উপন্যাসকে। পরে তা নিষিদ্ধ করে দেওয়া হয়। দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও সোচ্চার হয়েছিলেন সেই প্রতিবাদে। এমন অগ্নিগর্ভ এক সময়কেই এবার সৃজিত তুলে আনবেন সেলুলয়েডে। এর আগে ১৯৭৭ সালে পীযূষ বসুর পরিচালনায় উত্তমকুমার অভিনীত ‘সব্যসাচী’ ছবিটি মুক্তি পেয়েছিল। সেই ছবিটি ‘পথের দাবি’ অবলম্বনে নির্মিত হয়েছিল। এবার সেই সময়টাই বড়পর্দায় তুলে আনবেন সৃজিত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.