Advertisement
Advertisement

২০২৫ টলিউডের, ‘বাংলা সিনেমার দুরন্ত সময়’, পঁচিশের বক্স অফিসে আগাম ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিলেন সৃজিত

পরিচালক সাফ বুঝিয়ে দিলেন, বাংলা সিনেমার বিরুদ্ধে যাঁরা, তাঁদের মাথায় পড়ুক বাজ!

Srijit Mukherji on Bengali cinema setting records in 2025
Published by: Sandipta Bhanja
  • Posted:August 21, 2025 1:57 pm
  • Updated:August 21, 2025 2:05 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঁচিশের গোড়া থেকেই বাংলা সিনেমা যে বক্স অফিসে বিজয়রথ ছুটিয়েছে, সেকথা বললে অত্যুক্তি হবে না! কারণ চলতি বছরের প্রথমার্ধেই ভালো রেজাল্ট করে দেখিয়েছে টলিউড। একগুচ্ছ বলিউড, দক্ষিণী সিনেমার ভিড়ে ঝকঝকে মার্কশিট নিয়ে হাসি ফুটেছে সিনেইন্ডাস্ট্রির মুখে। আর সেই প্রেক্ষিতেই বাংলা ছবির সুদিন নিয়ে কলম ধরলেন টলিউডের ‘ফার্স্ট বয়’ সৃজিত মুখোপাধ্যায়। সাফ বুঝিয়ে দিলেন, বাংলা সিনেমার বিরুদ্ধে যাঁরা, তাঁদের মাথায় পড়ুক বাজ!

Advertisement

চলতি বছর টলিউডের রেকর্ড ব্রেকিং ব্যবসার গ্রাফ উল্লেখ করে পরিচালকের মন্তব্য, “বাংলা সিনেমার জন্য দুরন্ত একটা বছর! জুলাই পর্যন্ত আমরা একটি ব্লকবাস্টার (বেনারস-ই বিভীষিকা), তিনটি সুপারহিট (‘আমার বস’, ‘কিলবিল সোসাইটি’ এবং ‘গৃহপ্রবেশ’), তিনটি হিট (‘পুরাতন’, ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ এবং ‘এই রাত তোমার আমার’) এবং একটি স্লিপার হিট (অঙ্ক কী কঠিন) পেয়েছি।” বক্স অফিস সাফল্যের পাশাপাশি সৃজিত সেই ছবিগুলির নামোল্লেখও করলেন, যেগুলি সিনেসমালোচকদের পাশাপাশি বিশ্বআঙিনার দর্শকমহলেও বহুল প্রশংসিত হয়েছে। পরিচালকের কথায়, “এবছর ‘মায়ানগর’ (ভেনিস), ‘পুতুলনাচের ইতিকথা’ (রটারডাম), ‘ধ্রুবর আশ্চর্য জীবন’, ‘গুডবাই মাউন্টেন’, ‘কারন গ্রিস আমার দেশ না’, ‘আপিস’ এবং ‘ডিয়ার মা’-এর মতো সমালোচকদের দ্বারা প্রশংসিত তথা পরীক্ষামূলক সিনেমাও উপহার পেয়েছি আমরা।”

সৃজিত মনে করালেন, সেই তালিকায় ছকভাঙা জঁরের ‘মৃগয়া’, ‘রাস’ থেকে পিরিয়ড ড্রামা ‘বিনোদিনী’ও রয়েছে। এদিকে আগস্ট মাসে মুক্তিপ্রাপ্ত ‘ধূমকেতু’ মুম্বইয়ের প্রযোজনা সংস্থার ‘নো শো পলিসি’র স্বৈরাচারতন্ত্র গুঁড়িয়ে দিয়ে গত ১০-১৫ বছরের বাংলা সিনেমার ইতিহাসে পয়লা সপ্তাহের ব্যবসাতেই টলিউডকে নতুন মাইলস্টোন উপহার দিয়েছে। পুজো এবং বড়দিন রিলিজের তালিকা তুলে ধরেও পরিচালকের ভবিষ্যদ্বাণী, “পুজোর সময় চারটি সম্ভাব্য ব্লকবাস্টার কিংবা সুপারহিটের তালিকায় রয়েছে- ‘রঘু ডাকাত’, ‘রক্তবীজ ২’, ‘দেবী চৌধুরানী’, ‘যত কান্ড কলকাতাতে’ই। আর শীতকালে বড়দিন উপলক্ষে মুক্তি পাচ্ছে ‘প্রজাপতি ২’, ‘বিজয়নগরের হীরে’, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ এবং ‘লহ গৌরাঙ্গের নাম রে’। পাশাপাশি সেই তালিকায় যেমন ‘নধরের ভেলা’ রয়েছে, তেমনই ‘মায়া সত্য ভ্রমে’র নামও উল্লেখ্য।” আর পঁচিশের রিলিজ তালিকার এই সমূহ হিসেব-নিকেশ দেখিয়ে নিন্দুকদের উদ্দেশে সৃজিতের বার্তা, “বাংলা সিনেমা বিরোধীদের জন্য খারাপ লাগছে। যারা সবসময়ে বাংলা ছবি নিয়ে নেতিবাচক প্রচার করেন, তাঁদের বরং আগামী বছরের জন্য শুভেচ্ছা জানালাম।” পরিচালকের এহেন পোস্টের পরই অনুরাগীমহল মনে করিয়ে দিল, কারা যেন বাংলা সিনেমাকে ‘ঘটিয়া’ বলেছিলেন?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ