সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃণাল সেনের জীবনের আধারে ছবি তৈরি করেছিলেন ইন্ডাস্ট্রির ফার্স্ট বয়’ সৃজিত মুখোপাধ্যায়। ২০২৪ আলের আগস্টে মুক্তি পেয়েছিল এই ছবি। কিংবদন্তি চিত্রপরিচালকের জীবনকে ঘিরে এই ছবিতে নামভূমিকায় অভনয় করেছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। দেশের গণ্ডী পেরিয়ে এবার ওপার বাংলায় সম্মানিত হল এই ছবি। সোশাল মিডিয়ায় সেই খবর ভাগ করে নিলেন খোদ পরিচালক।
২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে সৃজিতের ছবি। এই পুরস্কার ও এই সম্মানে সম্মানিত হতে পেরে নিজের দর্শককেই ধন্যবাদ জানিয়েছেন সৃজিত।এই ছবির হাত ধরেই পর্দায় মৃণাল সেনকে আরও একবার জীবন্ত করে তুলেছিলেন চঞ্চল চৌধুরী। ভারতের বাইরেও এই ছবি সমাদর পেয়েছিল। এদিন ইনস্টাগ্রামে সৃজিত এই পুরস্কারের ছবি ভাগ করে নিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘ ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই পুরস্কারে পুরস্কৃত হতে পেরে আমি আপ্লুত। আমার দর্শককে অনেক ধন্যবাদ। তাঁদের জন্যই আমার এই সম্মানপ্রাপ্তি।
View this post on Instagram
ছবিতে মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরীর অভিনয়ের পাশাপাশি দর্শক দেখেছিলেন তাঁর স্ত্রী গীতা সেনের ভূমিকায় মনামী ঘোষকে। এছাড়াও ছবিতে ছিলেন আরও অনেকে। উল্লেখ্য, আগামীতে মুক্তি পাবে ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। আগামী ১ মে মুক্তি পাবে এই ছবি। ছবিতে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়। রয়েছেন সোহিনী সরকার-সহ টোটা রায়চৌধুরী, রুদ্রনীল ঘোষ, কাঞ্চন মল্লিক প্রমুখ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.