সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনে নিজের দর্শক-শ্রোতাদের বিশেষ উপহার দিলেন ইন্ডাস্ট্রির ‘ফার্স্ট বয়’ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এই পুজোয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে তাঁর ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’। পরিচালকের জন্মদিনে প্রকাশ্যে এল ‘ফেলুদা ফেরত’-এর টাইটেল ট্র্যাক।
সিরিজের টাইটেল ট্র্যাকে রয়েছে ভরপুর অভয়বাণী। বাঙালির চিরচেনা গোয়েন্দা ‘ফেলুদা’ আজও সকলের মনে এক আলাদা উন্মাদনা তৈরি করে। গরমের ছুটি হোক বা পুজোর ছুটি ‘ফেলুদা’র আবেগ আজও একই। টাইটেল ট্র্যাকের শুরুতেই ফেলুদার সঙ্গে জটায়ুর সঙ্গে কথোপকথনে ঠিক হচ্ছে এবার রহস্য সমাধানে ঠিক কোথায় এবার যাওয়া যেতে পারে। আর তারপরই কাঠমান্ডুতে রহস্যের সমাধানে রওনা দেয় ফেলুদার টিম। সবমিলিয়ে ফেলুদার সঙ্গে জমজমাট হয়ে উঠতে চলেছে পুজো। জয় সরকারের সুরে, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কথায় এই টাইটেল ট্র্যাকতি গেয়েছেন বাংলা সঙ্গীত জগতের তিন জনপ্রিয় সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচি, অনুপম রায়, রূপম ইসলাম।
সৃজিতের ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ সিরিজের ট্রেলার প্রকাশ্যে আসার পরই বেড়েছিল দর্শকের উন্মাদনার পারদ। এই সিরিজেও বরাবরের মতোই পরতে পরতে রয়েছে রহস্য। পাহাড়ের বুকে রহস্যের উন্মোচনে ফেলুদা, তোপসে আর জটায়ু ত্রয়ীর অভিযান বরাবরের মতোই মন কেড়েছে দর্শকের সেকথা বলাই বাহুল্য। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে আড্ডা টাইমসে শুরু হবে এই সিরিজের স্ট্রিমিং।
২০২০ সালে ‘ফেলুদা ফেরত’ দিয়েই ফেলুদাকে নিয়ে পরিচালনা শুরু করেন সৃজিত। গত ডিসেম্বরেই মুক্তি পেয়েছে সৃজিতের পরিচালনায় ‘ভূস্বর্গ ভয়ংকর’। সেইসময় সৃজিত ঘোষণা করেছিলেন যে সেই সিরিজই ফেলুদাকে নিয়ে তাঁর পরিচালনায় শেষ সিরিজ। সেখান থেকে ফের ফেলুদাকে নিয়ে তাঁর নতুন সিরিজ আসায় প্রশ্ন উঠলে বলা যায়, সৃজিতের এই ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ প্রায় ছ’বছর আগে তৈরি। যার মুক্তি আটকে ছিল দীর্ঘদিন নানা জটিলতায়। অবশেষে তা মুক্তি পাচ্ছে ওটিটিতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.