Advertisement
Advertisement
Srijit Sushmita

সৃজিত-সুস্মিতার প্রেমের গুঞ্জন! ‘মৃগয়া’র সাকসেস পার্টিতে নায়িকার কোন আবদার রাখলেন না পরিচালক?

'বাতাসে গুনগুন...', মৃগয়া'র সাকসেস পার্টিতে কী ঘটল?

Srijit, Sushmita at Mrigaya's success party
Published by: Sandipta Bhanja
  • Posted:July 26, 2025 12:09 pm
  • Updated:July 26, 2025 12:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৃজিত-সুস্মিতা কি ‘প্রেম জ্বরে’ আক্রান্ত? বর্তমানে টলিপাড়ার কান পাতলেই এমন গুঞ্জন। এক ছবিতেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে পরিচালক-অভিনেত্রীর সম্পর্কের নতুন সমীকরণ! উপরন্তু ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারে দুজনের একসঙ্গে উপস্থিত হওয়ার বিষয়টি যেন সেই জল্পনাযজ্ঞে আরও ঘৃতাহূতির মতো কাজ করেছিল। এবার অভিরূপ ঘোষ পরিচালিত ‘মৃগয়া’র সাফল্য উদযাপনের পার্টিতেও জুটিতে ধরা দিলেন সৃজিত মুখোপাধ্যায় এবং সুস্মিতা চট্টোপাধ্যায়। তবে নজর কাড়ল তাঁদের দুষ্টু-মিষ্টি বন্ধুত্বের সমীকরণ।

Advertisement

শুক্রবার শহরের এক পাঁচতারা হোটেলে মৃগয়া’র সাকসেস পার্টির আয়োজন করা হয়েছিল। পরিচালক অভিরূপ সৃজিতের স্নেহধন্য। এই প্রজন্মের পরিচালক, চিত্রনাট্যকারদের বরাবর অনুপ্রেরণা জোগান সৃজিত। সেই প্রেক্ষিতেই অভিরূপে ছবির সাফল্য উদযাপনের অংশীদার হতে পৌঁছে গিয়েছিলেন তিনিও। এদিকে ‘মৃগয়া’ সিনেমায় ‘শোর মচা’ আইটেম ডান্সে শোরগোল ফেলে দিয়েছেন সুস্মিতা। টলিপাড়ার মিষ্টি নায়িকার দুষ্টু ইশারায় অনুরাগীরা ঘায়েল, বললেও অত্যুক্তি হয় না। সেই প্রেক্ষিতে অনুষ্ঠানে অভিনেত্রীর ঝলমলে উপস্থিতি নজর কাড়ল। আর সেখানেই একফ্রেমে বন্দি সৃজিত-সুস্মিতার খুনসুটি। কী ঘটল মৃগয়া’র সাকসেস পার্টিতে?

অভিনয়ের পাশাপাশি সুস্মিতা যে ভালো নাচতেও পারেন, সেই স্কিল আবারও দেখা গেল এদিনের অনুষ্ঠানে। এর মাঝেই জনৈক সৃজিতকে এসেও নাচার আবদার জানান। অভিনেত্রীও এসে অনুরোধ করেন। কিন্তু গররাজি পরিচালক। তিনি তখন পার্টিতে সকলের সঙ্গে আড্ডায় ব্যস্ত। খানিক বাদে সুস্মিতাও যোগ দিলেন সেই আড্ডায়। সৃজিতের সঙ্গে খোশ গল্পে মজতে দেখা গেল তাঁকে।

Srijit, Sushmita opens up on dating rumor
ছবি : ইনস্টাগ্রাম

সম্প্রতি এই প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছিলেন দুই তারকা। ‘ডিয়ার মা’র প্রিমিয়ারে দুজনের কাছে এই বিষয়ে প্রশ্ন রাখা হলে গুঞ্জন নিয়ে ঝোড়ো ব্যাটিং চালান পরিচালক ও অভিনেত্রী। হাসিমুখে সুস্মিতার দিকে তাকিয়ে সৃজিত বলেন, “সুস্মিতা কী বলবে তুমি?” অভিনেত্রীও হাসিমুখেই উত্তর দিলেন, “আমরা দু’জনে ভীষণ ভালো বন্ধু। বলা যেতে পারে, খুব অল্প দিনেই ক্লোজ ফ্রেন্ড হয়ে গিয়েছি আমরা। এসব যারা বলছেন, সেটা নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই।” পাশ থেকে সৃজিত জানান, “২০২৫ সালে দাঁড়িয়ে একটা সেলফিকে কেন্দ্র করে যে এত কথা হচ্ছে, সেটা ভেবেই আমি অবাক! আমরা পিরিয়ড ড্রামা তৈরি করছি ঠিকই, কিন্তু দাঁড়িয়ে তো বর্তমান সময়েই। তাই রিল্যাক্স! একটা ছবি নিয়ে এত তোলপাড় করবেন না।”

সম্প্রতি গোটা টিম নিয়ে পুরীতে নতুন সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন ক্যাপ্টেন অফ দ্য শিপ সৃজিত। নীলাচলের সৈকত থেকেই সমুদ্রকে সাক্ষী রেখে একসঙ্গে একটি সেলফি তুলেছিলেন মাত্র সৃজিত-সুস্মিতা। অভিনেত্রী সেই ছবি শেয়ার করে লেখেন- ‘স্যর আঁখো পর…।’ আর সেই ক্যাপশন পড়েই একাংশ অনুমান করে নেন যে, সুস্মিতা সম্ভবত তাঁর সৃজিত ‘স্যর’কে ‘নয়নমণি’ বলে ব্যাখ্যা করতে চেয়েছেন! ব্যস ওমনি পরিচালক-অভিনেত্রীর প্রেমের গুঞ্জন একেবারে ভাইরালজ্বরের মতো ছড়িয়ে পড়ে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ