ছবি : ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৃজিত-সুস্মিতা কি ‘প্রেম জ্বরে’ আক্রান্ত? বর্তমানে টলিপাড়ার কান পাতলেই এমন গুঞ্জন। এক ছবিতেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে পরিচালক-অভিনেত্রীর সম্পর্কের নতুন সমীকরণ! উপরন্তু ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারে দুজনের একসঙ্গে উপস্থিত হওয়ার বিষয়টি যেন সেই জল্পনাযজ্ঞে আরও ঘৃতাহূতির মতো কাজ করেছে। যাহা রটে তাহার সত্যিই কি কিছুটা বটে? গুঞ্জনের পারদ চড়তেই অবশেষে মুখ খুললেন সৃজিত মুখোপাধ্যায় এবং সুস্মিতা চট্টোপাধ্যায়।
সম্প্রতি গোটা টিম নিয়ে পুরীতে নতুন সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন ক্যাপ্টেন অফ দ্য শিপ সৃজিত। নীলাচলের সৈকত থেকেই সমুদ্রকে সাক্ষী রেখে একসঙ্গে একটি সেলফি তুলেছিলেন মাত্র সৃজিত-সুস্মিতা। অভিনেত্রী সেই ছবি শেয়ার করে লেখেন- ‘স্যর আঁখো পর…।’ আর সেই ক্যাপশন পড়েই একাংশ অনুমান করে নেন যে, সুস্মিতা সম্ভবত তাঁর সৃজিত ‘স্যর’কে ‘নয়নমণি’ বলে ব্যাখ্যা করতে চেয়েছেন! ব্যস ওমনি পরিচালক-অভিনেত্রীর প্রেমের গুঞ্জন একেবারে ভাইরালজ্বরের মতো ছড়িয়ে পড়ে। টলিপাড়ার অন্দরে কানাঘুষো শোনা যায়, চুটিয়ে প্রেম করছেন সৃজিত-সুস্মিতা। দুজনে নাকি একান্ত সময়ও কাটিয়েছেন শুটিংয়ে! আবার ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারে দুজনে নাকি একে-অপরকে চোখে হারিয়েছেন… এহেন নানা জল্পনা-কল্পনার অন্ত নেই। পরিচালক-অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন সিনেইন্ডাস্ট্রিতে এই নতুন নয়। সেই কোন সময়কাল থেকেই এহেন নানা মুখরোচক গসিপ কফি টেবিলের আলোচ্য বিষয় হয়ে উঠেছে! ছাড় পেলেন না সৃজিত-সুস্মিতাও। এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন দুই তারকা।
‘ডিয়ার মা’র প্রিমিয়ারে দুজনের কাছে এই বিষয়ে প্রশ্ন রাখা হলে গুঞ্জন নিয়ে ঝোড়ো ব্যাটিং চালিয়েছেন পরিচালক ও অভিনেত্রী। হাসিমুখে সুস্মিতার দিকে তাকিয়ে সৃজিত বলেন, “সুস্মিতা কী বলবে তুমি?” অভিনেত্রীও হাসিমুখেই উত্তর দিলেন, “আমরা দু’জনে ভীষণ ভালো বন্ধু। বলা যেতে পারে, খুব অল্প দিনেই ক্লোজ ফ্রেন্ড হয়ে গিয়েছি আমরা। এসব যারা বলছেন, সেটা নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই।” পাশ থেকে সৃজিত জানালেন, ২০২৫ সালে দাঁড়িয়ে একটা সেলফিকে কেন্দ্র করে যে এত কথা হচ্ছে, সেটা ভেবেই আমি অবাক! আমরা পিরিয়ড ড্রামা তৈরি করছি ঠিকই, কিন্তু দাঁড়িয়ে তো বর্তমান সময়েই। তাই রিল্যাক্স! একটা ছবি নিয়ে এত তোলপাড় করবেন না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.