Advertisement
Advertisement
Bads Of Bollywood Trailer

রুদ্রমূর্তি আমির, ‘ডন’ ববি, শাহরুখকেই ব্যঙ্গ! প্রথম সিরিজের ট্রেলারে বলিউডের ‘মাৎস্যন্যায়’ ফাঁস আরিয়ানের

বলিউডের 'দাদাগিরি' থেকে আন্ডারওয়ার্ল্ড যোগ, শাহরুখপুত্রের নিশানায় গোটা সিনেইন্ডাস্ট্রি?

SRK, Aamir, Bobby in Aryan Khan's 'Bads Of Bollywood' Trailer
Published by: Sandipta Bhanja
  • Posted:September 8, 2025 5:46 pm
  • Updated:September 8, 2025 5:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত আগস্ট মাসে ‘ব্যাডস অফ বলিউড’-এর পয়লা ঝলক প্রকাশ্যে এনে শোরগোল ফেলে দিয়েছিলেন আরিয়ান খান। সুপারস্টার পিতার স্টার পুত্রসন্তান! অতঃপর বলিউডের পিচে ওপেনিং ইনিংস যে তারকাসন্তানের জন্য মসৃণ হবে, শাহরুখপুত্রের প্রসঙ্গ উত্থাপন হলে এমনটাই ভেবে এসেছেন এযাবৎকাল দর্শক-অনুরাগীরা। তবে সোমবার প্রথম সিরিজের ট্রেলার দেখিয়েই হিসেবের উলট-পুরাণ করে দিলেন আরিয়ান। বলিউডের রাঘব বোয়ালদের ‘দাদাগিরি’ থেকে আন্ডারওয়ার্ল্ড যোগ, ‘ইডলি-বড়া পাও’ তরজা থেকে এক মধ্যবিত্ত বাড়ির ছেলের সুপারস্টার হয়ে ওঠার নেপথ্যকাহিনি, এক সিরিজেই যাবতীয় প্লট রেখে গল্প বুনেছেন বাদশাপুত্র।

Advertisement

তারকাখচিত ট্রেলারের গোড়াতেই আমির খানকে দেখা গেল উঠতি তারকার সঙ্গে ‘ইডলি বনাম বড়া পাও’ বাকবিতণ্ডায় জড়াতে। ইন্ডাস্ট্রিতে পরিচালক-প্রযোজক করণ জোহরের ‘দাপটে’র ঝলকও মিলল। দক্ষিণী পরিচালক রাজামৌলিও রয়েছেন ট্রেলারে। আরেক প্লটে অজয় তলওয়ারের ভূমিকায় ‘বলিউডের ব্যাড বয়’ অবতারে ববি দেওলকে পরিচয় করালেন আরিয়ান। গল্প অনুযায়ী, বলিউডের উঠতি নায়িকা করিশ্মার (সহের বম্বা) বাবা তিনি। সাদামাটা আসমান সিংয়ের (লক্ষ্য) বিপরীতে নায়িকা হিসেবে বলিউডে সে আত্মপ্রকাশ করুক, ধনকুবের অজয় ওরফে ববি সেটা কিছুতেই চান না। আরেক দৃশ্যে মেগাস্টার বাবা শাহরুখ খানকে ব্যঙ্গ করেছেন ছেলে আরিয়ান! এককথায়, কৌতুকরসের মোড়কে সিনেইন্ডাস্ট্রির কঙ্কালসার রূপ দেখালেন।

কখনও সিরিজের ঝলকে ফুটে উঠল বলিউডের কঠিন পিচে লড়াই করার গল্প আবার কখনও বা এক স্টার তৈরি হওয়ার কাহিনি। বলিউড তারকাদের স্টারডম, রোম্যান্স-অ্যাকশন থেকে ব্রোম্যান্স, বক্স অফিসের মাতামাতি, পাপারাজ্জি সংস্কৃতি, মশালামুভির সবরকম উপকরণ মজুত ‘ব্যাডস অফ বলিউড’-এ। আরিয়ানের গল্পের নায়ক ‘আসমান সিং’ ওরফে লক্ষ্য। আর সেই চরিত্রের মধ্য দিয়েই বলিউডের বাস্তুতন্ত্রে তারকাদের টিকে থাকার কাহিনি টুকরো কোলাজে তুলে ধরলেন আরিয়ান। তবে চমক এখানেই শেষ নয়! সলমন খানও রয়েছেন এই সিরিজে। আরিয়ান খান পরিচালিত সিরিজে কোন চরিত্রে দেখা যাবে ইন্ডাস্ট্রির ‘তিন খান’কে? উত্তর পেতে অপেক্ষার আর মাত্র ১০ দিন। কারণ আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘ব্যাডস অফ বলিউড’।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement