Advertisement
Advertisement
SRK on Aryan Khan

আরিয়ানকে ‘পরিচালক’ হিসেবে পরিচয় করিয়েই আবেগপ্রবণ শাহরুখ, বললেন, ‘৩০ বছর ধরে আমি…’

'আমার ছেলেটাকে আশীর্বাদ করুন', 'সিম্বা'র জন্য আর্জি বলিউড 'মুফাসা'র।

SRK Gets Emotional, Invites Aryan Khan On Stage For The First Time
Published by: Sandipta Bhanja
  • Posted:August 20, 2025 8:51 pm
  • Updated:August 20, 2025 8:51 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার সিনেদুনিয়ার অংশ হিসেবে পিতা-পুত্র একমঞ্চে। ছেলে আরিয়ান খান প্রথমবার পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে হাতেখড়ি করলেন। অতঃপর এই বিশেষ দিনে ‘সিম্বা’র জন্য ‘মুফাসা’ যে সপ্তম স্বর্গে, তা বলাই বাহুল্য। বুধসন্ধেয় শাহরুখ-আরিয়ানের সেই ব্লকবাস্টার মুহূর্তদের সাক্ষী থাকল বলিউড। ছেলের জন্য কিং খান কখনও সাংবাদিকদের কাছে আশীর্বাদ চাইলেন, আবার কখনও বা তাঁদের কাছে তুলে ধরলেন ‘পরিশ্রমী’ আরিয়ানের কথা।

Advertisement

ভাঙা হাতেই ছেলে আরিয়ানের বলিউড ডেবিউয়ের সাক্ষী থাকতে মঞ্চে উঠলেন শাহরুখ। বললেন, “আমি ধন্য যে এই পবিত্র দেশে, মুম্বইয়ের এই পুণ্যভূমিতে, বিগত ৩০ বছর ধরে আমি আপনাদের বিনোদিত করার সুযোগ পেয়েছি। আজ ভীষণ বিশেষ দিন। কারণ এই পুণ্যভূমিতে আমার ছেলেও পা রাখছে। খুব ভালো ছেলে এবং পরিশ্রমীও। তাই আরিয়ানের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে হাততালি দেবেন। আর ওই করতালির মধ্যে আমার ছেলের জন্য একটু আশীর্বাদও রাখবেন দয়া করে। একটু প্রার্থনা করবেন ওর জন্য। এযাবৎকাল আমাকে যতটা ভালোবাসা দিয়েছেন, তার ১৫০ শতাংশ আমার ছেলেকে দেবেন।”

বুধসন্ধেয় প্রকাশ্যে এল ‘পরিচালক’ আরিয়ান খানের পয়লা সিরিজের পয়লা ঝলক- ‘ব্যাডস অফ বলিউড’। কৌতুকরসের মোড়কে সিনেইন্ডাস্ট্রির কঙ্কালসার রূপ দেখালেন। কখনও সিরিজের ঝলকে ফুটে উঠল বলিউডের কঠিন পিচে লড়াই করার গল্প আবার কখনও বা এক স্টার তৈরি হওয়ার কাহিনি। বলিউড তারকাদের স্টারডম, রোম্যান্স-অ্যাকশন থেকে ব্রোম্যান্স, বক্স অফিসের মাতামাতি, পাপারাজ্জি সংস্কৃতি, মশালামুভির সবরকম উপকরণ মজুত ‘ব্যাডস অফ বলিউড’-এ। সিরিজের প্রথম ঝলকে তেমনটাই ইঙ্গিত মিলল। সিরিজের পরতে পরতে সারপ্রাইজ হিসেবে তারকামুখ রেখেছেন তিনি। প্রিটিজারেই দেখা গেল, সুপারস্টার সলমন খানের মেজাজ, কখনও বা পরিচালক-প্রযোজক করণ জোহরের অশ্রাব্য গালিগালাজ, আবার কোনও দৃশ্যে ববি দেওলের গ্ল্যামারাস এন্ট্রি, একগুচ্ছ চমক দিলেন পয়লা ঝলকেই। ক্যামিও চরিত্রে রয়েছেন আমির খান, রণবীর কাপুরও। সেই ঝলক দেখে মনে হতেই পারে যে, বিতর্ক-তালিকায় বলিউডের যেসব তারকাদের নাম বেশি বা ‘ব্যাড বয়’ বলে যাঁরা পরিচিত, বেছে বেছে তাঁদের ক্যামিওই কেন রাখলেন আরিয়ান খান? উত্তর পেতে অপেক্ষা আরও একমাসের। কারণ আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘ব্যাডস অফ বলিউড’।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ