সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে ‘জওয়ান’ জ্বর। শুধু ভারত কেন, শাহরুখ খানের বিদেশের অনুরাগীরাও উত্তেজনায় ফুটছেন। ট্রেলার প্রকাশ্যে এনেই বক্সঅফিসে সিনেমা অর্ধেক হিট করে ফেলেছেন শাহরুখ খান। বাদশার তিন দশকের কেরিয়ারে রেকর্ড! সর্বোচ্চ কত টাকায় ‘জওয়ান’-এর টিকিট বিক্রি হচ্ছে, জানলে ‘হা’ হবেন! এবার টাইমস স্কোয়ারের বিলবোর্ডে সিনেমার টিজার দেখে শাহরুখ-ভক্তদের অ্যাড্রিনালিন রাশ আরও তুঙ্গে।
আজ্ঞে! দেশ-বিদেশে অগ্রীম বুকিংয়ের ক্ষেত্রে ‘জওয়ান’ যখন ঝড় তুলেছে, ঠিক সেই সময়েই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিল টাইমস স্কোয়ারে ছবির টিজার প্রদর্শন। হাতে আর মাত্র ৩ দিন। প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছেন শাহরুখ খান। আর সেই ছবির টিজার কিনা এখন নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের ৩১ ফুট লম্বা আর ৫৫ ফুট চওড়া বিলবোর্ডে দিনভর দেখানো হচ্ছে।
শাহরুখ খানের এক ফ্যান পেজের তরফেই এই বিলবোর্ডের ভিডিও শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে। সেখানেই দেখা গেল একাধিক ‘জওয়ান’ অবতারে কিং খানকে। টাইমস স্কোয়ার চত্বরের জনঅরণ্যের চোখও আটকে গেল বিলবোর্ডে।
takes over the Times Square – takes it on air 🔥❤️
The king sized celebration of the film by a FAN at the Times Square as we await the storm 🔥— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse)
প্রসঙ্গত, রবিবার ভক্তদের টিকিট কেনার বহর দেখে খুশি হওয়ার পাশাপাশি হতবাক হয়েছেন খোদ শাহরুখও। পাশাপাশি সকলকে ধন্যবাদও জানিয়েছেন এত ভালবাসা পাওয়ার জন্য। আর শেষপাতে জানিয়ে গেলেন, চার দিন বাদে দেখা হবে। ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল, তেলুগু তিনটি ভাষায় মুক্তি পাচ্ছে এই ছবি। বক্সঅফিসে যেখানে খাবি খাচ্ছে বলিউডের নবীন প্রজন্মের সিনেমা। নাভিশ্বাস উঠছে একশো কোটির ক্লাবে ঢুকতে! সেখানে বছর চারেক বাদে পর্দায় প্রত্যাবর্তন করেও হিন্দি সিনে ইন্ডাস্ট্রির ব্যবসার গ্রাফ উর্ধ্বমুখী করেছেন ‘পাঠান’, ‘জওয়ান’ শাহরুখ খান। বলিউডের ব্যবসার হাল ফেরাতে বলিউডের ‘বেতাজ বাদশা’ই সম্ভবত বর্তমানে একমাত্র ব্রহ্মাস্ত্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.