সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিউডের ‘কিং’ শাহরুখ খান। তিন দশকের ফিল্মি কেরিয়ারে প্রথম জাতীয় পুরস্কারপ্রাপ্তি তাঁর মুকুটে নয়া পালক যোগ করেছে। এমন সম্মানপ্রাপ্তিতে তাঁর অনুরাগীমহলে আনন্দের জোয়ার। তবে তাঁর ফিল্মি কেরিয়ারে আজ এই সম্মানপ্রাপ্তিতে সকলে আপ্লুত হলেও দর্শকের দরবারে তিনি বহুদিন আগে থেকেই ‘কিং অফ আর্টস’। আর এভাবেই তাঁকে তাঁকে সম্বোধন করতে শোনা যায় মঙ্গলবার জাতীয় পুরস্কারের মঞ্চে থাকা সঞ্চালককে। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্ত।
ঠিক যেভাবে ভাইরাল হয়েছে জাতীয় পুরস্কারের মেডেল পরার সময় রানি মুখোপাধ্যায়ের শাহরুখকে সাহায্য করার ছবি। উল্লেখ্য, এদিন ওই একই মঞ্চে শাহরুখের সঙ্গে রানিও তাঁর ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য পুরস্কার পান। এদিন বহুদিনের দুই বন্ধুকে দেখা যায় বরাবরের মতোই। একসঙ্গে জুটি বেঁধে কাজ থেকে বন্ধুত্ব সবেতেই নজর কেড়েছে শাহরুখ-রানি। শুধু তাই নয় এর আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে বাংলায় বক্তব্য রেখেছিলেন শাহরুখ। শেষে জানিয়েছিলেন তাঁকে তা লিখে দিয়েছিলেন নাকি খোদ রানি। অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন শাহরুখ-রানি জুটির রসায়ন বরাবরই চোখে পরার মতো। এদিনও তার ব্যতিক্রম হল না।
পয়লা আগস্টেই চলতিবারের জাতীয় পুরস্কার জয়ীদের তালিকা প্রকাশ্যে এসেছিল। মঙ্গলবার দিল্লির বিজ্ঞানভবনে বিজয়ীদের হাতে জাতীয় সম্মানের স্মারক তুলে দিলেন রাষ্ট্রপতি। সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’-এর জন্য যৌথভাবে পুরস্কৃত হলেন বিক্রান্ত মাসেও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন রানি মুখোপাধ্যায়ও। বলিউডের ‘রাহুল-টিনা’ জুটির এহেন পুরস্কারপ্রাপ্তি যেন নস্ট্যালজিয়া উসকে দিল। প্রসঙ্গত, এই মঞ্চেই দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হলেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল। সেরা হিন্দি ছবির পুরস্কার পেল ‘কাঠাল: আ জ্যাকফ্রুট মিসট্রি’। তিন-তিনটে জাতীয় পুরস্কার টিম ‘সাম বাহাদুর’-এর ঝুলিতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.