সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ সিজন ৫- (Stranger Things Season 5) এর টিজার। হকিন্স ক্রু’দের ফের পর্দায় দেখবেন দর্শক। এই সিজনের জন্য দীর্ঘ অপেক্ষায় ছিলেন দর্শক। অপেক্ষা করতে হয়েছে তিনটে বছর। যদিও কথায় বলে সবুরে মেওয়া ফলে। আর ঠিক সেভাবেই কিন্তু সবুরে মেওয়া ফলল। নেটফ্লিক্সের এই জনপ্রিয় সিরিজের শেষ পর্বের টিজার প্রকাশ্যে আসতে না আসতেই তা দেখে উচ্ছ্বসিত দর্শক। কবে এই সিরিজের শেষ পর্ব আসবে সেই অপেক্ষায় রয়েছেন তাঁরা। টিজারের ঝলক থেকে রীতিমতো চোখ সরানো মুশকিল।
নেটফ্লিক্সের ব্লকবাস্টার সায়েন্স ফিকশন সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ সিজন ৫ মুক্তি পাবে চলতি বছরের নভেম্বরে। ২০১৬ সালে সিরিজের প্রথম পর্ব আসার পরই দর্শকমহলে তা জনপ্রিয়তা পেয়েছিল। ৮০-র দশকের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজের পরতে পরতে রয়েছে অ্যাডভেঞ্চার। বছরের পর বছর ইলেভেনের শক্তি ও ক্ষমতা দেখে এসেছেন সকলে। তবে এবার টিজারের ঝলক দেখে বোঝা যাচ্ছে যে, এবার আরও বেশি শক্তিধর কিছু অপেক্ষা করছে নতুন পর্বে।
অ্যাকশন প্যাকড এই সিরিজের চারটি পর্ব ভীষণভাবে উপভোগ করার পর ফের নতুন পর্বে হকিন্সের শহরে দেখা যাবে নানা ঘটনা। ইতিমধ্যেই সেই ঝলক খানিকটা তুলে ধরা হয়েছে। যা দেখে অনুমান করা যাচ্ছে ঠিক কী কী চমক থাকবে নতুন সিজনে। ‘স্ট্রেঞ্জার থিংস’ সিজন ৫’- এ অভিনয় করবেন মিলি ববি ব্রাউন, ফিন উলফহার্ড, গ্যাটেন মাতারাজ্জো প্রমুখ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.