Advertisement
Advertisement
Subhashree Ganguly

শুধু বলিউড-দক্ষিণী নায়িকারাই পূজিতা হন না, এবার ‘বিনোদিনী’ থিয়েটারে ‘জয় মা’ ধ্বনিতে শুভশ্রীর পুজো!

বিনোদিনী থিয়েটারে দুধাভিষেক করে 'জয় মা শুভশ্রী' ধ্বনি।

Subhashree Ganguly fan celebrates record breaking Dhumketu
Published by: Sandipta Bhanja
  • Posted:August 15, 2025 6:01 pm
  • Updated:August 15, 2025 6:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে বলে শুধু বলিউড কিংবা দক্ষিণী সিনেবলয়ের অভিনেত্রীরাই পূজিতা হন? একসময়ে শোনা যেত মাধুরী দীক্ষিত, হেমা মালিনীদের ফটো ঘরে রেখে পুজো করেন ভক্তরা। অনেকে লতা মঙ্গেশকরের ছবিও ঠাকুরের আসনে রেখে পুজো করতেন। আবার অমিতাভ বচ্চনের নামে যেমন কলকাতায় মন্দির রয়েছে, তেমন দক্ষিণে রজনীকান্ত-সহ একাধিক তারকারা পূজিত অনুরাগীদের কাছে। গতবছর এক অনুরাগী সামান্থা রুথ প্রভুর নামেও মন্দির তৈরি করেন। এর আগে দেব-জিতের সিনেমার ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’য়েও এহেন উন্মাদনার সাক্ষী থেকেছে শহর। টলিউড সুপারস্টারদের ছবিতে দুধাভিষেক করার ছবিও দেখা গিয়েছে। আসলে প্রিয় তারকাদের নিয়ে অনুরাগীমহলে এহেন উন্মাদনা ভারতীয় বিনোদুনিয়ায় নতুন নয়! এবার সেই তালিকায় টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

Advertisement

অনুরাগীমহলের কাছে তিনি বাংলার ‘লেডি সুপারস্টার’। বছর খানেক ধরেই একের পর এক ছবিতে ছকভাঙা চরিত্রে ধরা দিয়ে অভিনেত্রী হিসেবে নিজের জাত বুঝিয়ে দিয়েছেন। তাঁর ঝুলিতেও বর্তমানে ডাকসাইটে সব সিনেমার চরিত্র। একদিকে সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’, অন্যদিকে ‘রায়বাঘিনী ভবশঙ্করী’। দুই পিরিয়ড ড্রামার বাঘা চরিত্রে দেখা যাবে তাঁকে। ‘পরিণীতা’র সময় থেকেই ভিন্ন স্বাদের সিনেমা-সিরিজে দর্শক, অনুরাগীদের মুগ্ধ করেছেন অভিনেত্রী। কখনও ডিগ্ল্যাম চরিত্রে কখনও বা আবার বৃদ্ধার ভূমিকায় চরিত্রের প্রয়োজনে বারবার নিজেকে ভেঙেচুরে ক্যামেরার সামনে তুলে ধরেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সময়ের সঙ্গে, কাজের সঙ্গে পাল্লা দিয়ে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে তাঁর অনুরাগীর সংখ্যাও। আর অনুরাগীদের সেই উন্মাদনার পালেই লাগল চলতি ‘ধূমকেতু’ ঝড়ে। বিনোদিনী থিয়েটারে শুভশ্রীর পোস্টারে দুধ ঢেলে ভক্তরা স্লোগান তুললেন, ‘জয় মা শুভশ্রী…।’ আবার কখনও বা ফুলও অপর্ণ করা হল পোস্টারে।

সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে নটী বিনোদিনীর ভূমিকায় চমক দিয়েছেন শুভশ্রী। ‘গৃহপ্রবেশ’-এও তাঁর পারফরম্যান্স দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শক, সিনেবিশেষজ্ঞ। আবার অদিতি রায়ের পরবর্তী সিরিজে তিনি ক্রাইম জার্নালিস্টের ভূমিকায়। শুভশ্রীর বিগত দেড় দশকের ফিল্মি কেরিয়ারে ফ্লপের সংখ্যাও তেমন নেই বললেও অত্যুক্তি হয় না। কমার্শিয়াল ছবিতে দেব-জিতের সঙ্গে জুটি বেঁধে যেমন হিট সিনেমা উপহার দিয়েছেন, তেমনই আবার ছক ভেঙে দেবালয় ভট্টাচার্যের ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ দক্ষ অভিনেত্রীর পরিচয় দিয়েছেন। সেই তালিকায় অবশ্য ‘বিসমিল্লাহ’, ‘ধর্মযুদ্ধ’, ‘সন্তান’, ‘হাবজি গাবজি’র মতো ছবিও রয়েছে। কখনও বিরোহিনী প্রেমিকার ভূমিকায়, কখনও অন্তঃসত্ত্বা স্ত্রী আবার কখনও বা মায়ের চরিত্রে, সব ভূমিকাতেই সমানভাবে লড়ে যাওয়া শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে অনুরাগীদের এহেন উন্মাদনা কিন্তু চোখে পড়ার মতো।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement