Advertisement
Advertisement
Subhashree Ganguly

আট মাসের অন্তঃসত্ত্বা, জিমে কসরতে ব্যস্ত শুভশ্রী, ‘আপনি কি ঠিক করছেন?’ কটাক্ষ হবু মাকে

গত সপ্তাহেই ছিমছামভাবে সম্পন্ন হয়েছে শুভশ্রীর সাধের অনুষ্ঠান।

Subhashree Ganguly posted Gym video on Instagram| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 30, 2023 4:35 pm
  • Updated:September 30, 2023 4:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক দিন আগেই দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্য়ে এনেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়। গত সপ্তাহেই ছিমছামভাবে সম্পন্ন হয়েছে শুভশ্রীর সাধের অনুষ্ঠান। কিন্তু তারই মাঝে নিয়মিত জিমে যাচ্ছেন শুভশ্রী। শেয়ার করছেন তাঁর এক্সারসাইজের ভিডিও। সেই ভিডিও দেখেই নেটিজেনদের মধ্য়ে হইচই। অভিনেত্রীকে কটাক্ষ করতে মাঠে নামলেন নেটিজেনরা। সোজা সাপটা শুভশ্রীকে কেউ কেউ লিখলেন, এই অবস্থায় জিম করে কি আপনি ঠিক করছেন? অনেকে আবার লিখলেন, ‘অন্যকে নকল করা ঠিক নয়।’

Advertisement

২০২০ সালের ১২ সেপ্টেম্বর প্রথম সন্তান যুবানের জন্ম হয়। তারপর থেকেই বাবা-মায়ের নয়নের মণি একরত্তি। মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন শুভশ্রী। সেই সময় ছেলের থেকে দূরে থাকতে হয়েছিল। মারণ ভাইরাসকে হার মানিয়েই ছেলে ও স্বামীর কাছে ফিরে আসেন। সারা বাড়ি মাতিয়ে রাখে ছোট্ট যুবান। পাশাপাশি নেটিজেনদেরও বড্ড আদুরে সে। রাজ-শুভশ্রীও ছেলের নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন।

[আরও পড়ুন: যশের পর এবার বলিউডে নুসরত! হিন্দি সিনেমায় অভিনয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী]

ফের মা হওয়ার খবর জানিয়ে যুবানের উচ্ছ্বাসে ফেটে পড়ার একটি ছবি পোস্ট করেছিলেন রাজ ও শুভশ্রী। ক্যাপশনে লিখেছিলেন, “বড় দাদা হিসেবে যুবানের প্রমোশন হয়ে গেল”। এই পোস্টেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন রাজ-শুভশ্রীর অনুরাগীরা। শুভেচ্ছার বন্যা বয়ে যেতে থাকে।

[আরও পড়ুন: হইচইয়ে আসছে একগুচ্ছ নতুন গল্প, কেমন হবে দেবশ্রী-চিরঞ্জিৎ-মিমির ওয়েব ডেবিউ?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ