Advertisement
Advertisement
Raktabeej 2

‘ভীষণ হট’, মিমি-আবিরের রোম্যান্স দেখে উল্লাস শুভশ্রীর, কী বলছেন ‘রক্তবীজ’-এর সংযুক্তা?

Subhashree Ganguly's Reaction: 'রক্তবীজ'-এর গান শেয়ার করে মিমির জন্য গলা ফাটালেন শুভশ্রী!

Subhashree Ganguly praises Mimi-Abir starrer Raktabeej 2 song
Published by: Sandipta Bhanja
  • Posted:September 10, 2025 4:55 pm
  • Updated:September 10, 2025 5:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীল বিকিনিতে ‘তন্দ্রাহরণী’ মিমি চক্রবর্তী। আর তাঁর ‘চোখের নীলে’ হারিয়ে যাওয়া আবির চট্টোপাধ্যায়। বন্দুকবাজি, মারকাটারি অ্যাকশন ভুলে কখনও দোলনায় পঙ্কজ-সংযুক্তার রোম্যান্স আবার কখনও বা সৈকতের তপ্ত বালিতে তাঁদের প্রেম-বিলাস! বুধবার ‘রক্তবীজ ২’-এর নতুন গান প্রকাশ্যে এনে পুজোর আগেই পুজোর প্রেমের স্বাদ দিলেন আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী। আর সেই গানেই পঙ্কজ-সংযুক্তার রোম্যান্স দেখে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের উল্লাস!

Advertisement

পুজোর পর্দায় আসার আগেই আবির-মিমির দখলে নেটভুবন। আর সেই জোয়ারে গা ভাসালেন শুভশ্রীও। সম্প্রতি রিলে মিমির সঙ্গে দীপিকা পাড়ুকোনের তুলনা টেনে শোরগোল ফেলে দিলেন রাজঘরনি। এবার পুজো রিলিজ ‘রক্তবীজ ২’-এর জন্যেও মিমির হয়ে গলা ফাটালেন শুভশ্রী। গানের ঝলক শেয়ার করে অভিনেত্রী লিখেছেন- ‘ভীষণ হট।’ পালটা ‘শুভ’কে মন ভরা ভালোবাসা জানিয়েছেন মিমিও। উল্লেখ্য, নবাগতা সূচন্দ্রিকা গোলদারের কণ্ঠে ও অনুপম রায়ের সুরে ‘রক্তবীজ ২’-এর নতুন গান বুধবার প্রকাশ্যে আসার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দর্শকমহলে সাড়া ফেলে দিয়েছে। পুজো রিলিজের ভিড়়ে মিমি-শুভশ্রীর এহেন বন্ধুত্ব যে ‘রক্তবীজ’ সিক্যুয়েলের উন্মাদনার পালে বাড়তি হাওয়া দিল, তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, অতীতের মান-অভিমান ঝেড়ে ফেলে মিমি-শুভশ্রী কিন্তু বিগত বছরগুলিতে একে-অপরের প্রতি সৌজন্য বজায় রেখেছেন। তবে বছরখানেক আগে দুই অভিনেত্রীর সম্পর্কে যতিচিহ্ন পড়ার পর মাত্র একবারই এক বিজ্ঞাপনী ভিডিওর জন্য তাঁদের একফ্রেমে দেখা গিয়েছিল। তবে সময়ের সঙ্গে ধীর লয়ে বদলেছে তাঁদের সমীকরণও। সম্প্রতি সেই পরিণত বন্ধুত্বের হাত ধরে সোশাল মিডিয়ায় একটি রিল ভাগ করে নেন দুই অভিনেত্রী। যা রীতিমতো ঝড় তুলে দিয়েছিল নেটপাড়ায়। অন্যদিকে ইউভান এবং ইয়ালিনীর জন্মের পর তাঁদের জন্য উপহার পাঠিয়েছিলেন মিমি চক্রবর্তী। আবার মিমির জন্মদিনে পালটা ফুলের তোড়া, কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন শুভশ্রী। যেখানে লেখা ছিল ইউভান-ইয়ালিনীর নাম। এবার পুজো রিলিজের জন্য মিমিকে আগাম শুভেচ্ছা শুভশ্রীর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ