Advertisement
Advertisement
Subhashree Ganguly

মা হওয়ার পর ফের বড়পর্দায় Subhashree, Ankush-এর সঙ্গে শুরু করলেন শুটিং

কবে মুক্তি পাবে অঙ্কুশ-শুভশ্রীর এই ছবি?

Subhashree Ganguly Shares first look of her new movie | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 9, 2021 6:00 pm
  • Updated:August 9, 2021 6:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকেই ভেবেছিলেন ছেলে যুবান হওয়ার পর হয়তো অভিনয় থেকে একেবারেই সরে যাবেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। তবে শুভশ্রী যে ছেলের যত্নের পাশাপাশি নিজেকেও তৈরি করছিলেন ধীরে ধীরে, তা কিন্তু টের পাননি কেউই। এমনকী, শুভশ্রী তাঁর কামব্যাকের প্ল্যান কাউকে কিছু জানতে দেননি।এবার নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন, ঘর সংসার সামলেও অভিনয়টা করা যায়। আর তাই তো শুরু করে দিলেন নতুন ছবির শুটিং!

শুভশ্রী তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাঁর নতুন সিনেমার ফার্স্টলুক। যেখানে দেখা গেল শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধেছেন অঙ্কুশ (Ankush Hazra)। ছবির নাম অবশ্য ফাঁস করতে চাননি শুভশ্রী।

[আরও পড়ুন: ফের লাঞ্চ ডেটে Nusrat-Yash! ছবি দেখে আদর পাঠালেন ‘বোনুয়া’ Mimi Chakraborty]

জানা গিয়েছে, শুভশ্রী আর অঙ্কুশের এই ছবি সুপার ন্যাচারাল গল্প নিয়েই তৈরি হয়েছে। ছবির পরিচালক বাবা যাদব। ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার থেকেই শুরু হল এই ছবির শুটিং।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

২০১৪ সালে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন শুভশ্রী-অঙ্কুশ। এই ছবির প্রায় ৭ বছর পর ফের এই জুটিকে দেখা যাবে বড়পর্দায়। ২০১৯ সালের ডিসেম্বর মাসেই এই ছবির বেশিরভাগ শুটিং হয়ে গিয়েছে। তবে করোনার জন্য তারপর আর শুটিং এগোতে পারেনি। পরিস্থিতি একটু ঠিক হওয়ায়, করোনার বিধি মেনেই অঙ্কুশ, শুভশ্রীকে নিয়ে ফের শুটিং শুরু করে দিলেন পরিচালক বাবা যাদব। এই ছবির ফার্স্টলুকে পুরনো রোমান্সকেই ফিরিয়ে নিয়ে আসার ঝলক পেল অনুরাগীরা। সব কিছু ঠিকঠাক চললে চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে এই ছবি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: বাংলাদেশের একাধিক উচ্চবিত্তের শারীরিক চাহিদা মেটাতে হয়েছে Pori Moni’কে!]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement