Advertisement
Advertisement
Srijit Mukherji-Subhashree Ganguly

সৃজিতের ‘বিনোদিনী’র প্রস্তুতি তুঙ্গে, শুটিং শুরুর আগে মঞ্চে মহড়ায় ব্যস্ত শুভশ্রী

'বিনোদিনী'র শরীরী আদল পেতে ডায়েট চার্টও বদলে ফেলেছেন অভিনেত্রী।

Subhashree Ganguly stage reharsal for Srijit Mukherji's film

ছবি: ফেসবুক

Published by: Arani Bhattacharya
  • Posted:June 7, 2025 9:08 pm
  • Updated:June 7, 2025 9:08 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বড় পর্দায় ‘বিনোদিনী’ রূপে দর্শক পেতে চলেছেন টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির এমন চ্যালেঞ্জিং চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন শুভশ্রী। জোরকদমে চলছে সেই প্রস্তুতিপর্ব। এই চরিত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্দায় ফুটিয়ে তোলার জন্য পুরোদমে মঞ্চে মহড়ায় ব্যস্ত অভিনেত্রী তথা সৃজিতের ‘বিনোদিনী’।

Advertisement

কখনও দর্শকাসনে বসে, কখনও আবার মঞ্চে উঠে শুভশ্রীকে চরিত্রের খুঁটিনাটি বুঝিয়ে দিচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সোশাল মিডিয়ায় এই ছবি ভাগ করে নিয়েছেন ছবির প্রযোজক রানা সরকার। বেশ কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “আমি দেখিনু গৌরাঙ্গ চান্দে। ও রুপ দেখিয়া আকুলি-বিকুলি, পরিলাম পিরিতি ফান্দে” সিনেমাকে প্রেমিকার মত সাজাই, যত সাজাই তত সুন্দর লাগে, আরও প্রেম বাড়ে, আরও সাজাই, আরও আরও অন্তহীন এই অ্যাড্রিনালিন রাশ “লহ গৌরাঙ্গের নাম রে” সিনেমার রিহার্সাল থেকে’।  

 

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবিতে শুভশ্রীর লুক। নেড়া মাথা, পরনে গেরুয়া বসন। গলায় কণ্ঠী। ললাটে চন্দনে আঁকা তিলক। দু’বাহু প্রসারিত করে যেন মহাপ্রভুর শরণে শুভশ্রী। বিনোদিনী রূপে শুভশ্রীকে এককথায় চেনা দায়! অনেক আগেই নটী বিনোদিনীর ‘আমার কথা’ বইটি পড়ে সংশ্লিষ্ট চরিত্র আত্মস্থ করাতে মনোনিবেশ করেছেন শুভশ্রী। এমনকী শারীরিক গঠনে বদল আনার জন্য ডায়েট চার্টও বদলে ফেলেছেন অভিনেত্রী। এখন মঞ্চে মহড়া করে ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’ নির্দেশে শট দিতে প্রস্তুতি তুঙ্গে তাঁর। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ