Advertisement
Advertisement

Breaking News

Subhasree Ganguly- Grihapravesh

বউমা নয়, পর্দাতেও শ্বশুর-শাশুড়ির মেয়ে শুভশ্রী, সম্পর্কের এক অন্য বুনোট ‘গৃহপ্রবেশ’- এর ট্রেলারে

এই ছবি জুড়ে তাঁর নিত্য আসা যাওয়া।

Subhasree Ganguly as titli in Grihapravesh trailer out now

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Arani Bhattacharya
  • Posted:May 30, 2025 9:42 pm
  • Updated:June 24, 2025 2:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্ক, বিয়ে, সংসার- এসবেরই আছে একটা অন্যরকম পিছুটান। আর সেটাই যেন পুঙ্খানুপুঙ্খভাবে উঠে এল ‘গৃহপ্রবেশ’- এর ট্রেলারে। ৩০ মে শুক্রবার মুক্তি পেয়েছে ইন্দ্রদীপ দাসগুপ্ত পরিচালিত ছবির ট্রেলার। এই ছবির ট্রেলার লঞ্চের জন্য এই দিনটিকেই বেছে নেওয়ার মূল কারণ প্রয়াত কিংবদন্তি চিত্রপরিচালক ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জ্ঞাপন। তাঁর প্রয়াণ দিবসকেই বেছে নেওয়া হয় ট্রেলার লঞ্চের জন্য। এই ছবি জুড়ে তাঁর নিত্য আসা যাওয়া।

ছবির ট্রেলার দেখতে দেখতে তাই চোখ আটকায় বাড়ির একটা দেওয়ালে। যেখানে পরপর টাঙানো রয়েছে পরিচালকের ছবি। শুধু তাই নয় এছবির মুখ্য চরিত্রের নামও ঋতুপর্ণ ঘোষের ছবি থেকেই নেওয়া। তাঁর ‘তিতলি’ ছবি থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবিতে শুভশ্রীর চরিত্রের নামও তিতলি। ওই ছবির বিখ্যাত গান ‘মেঘপিওন’ এর সঙ্গে মিল রয়েছে এই ছবির অভিনেতা জীতু কমলের চরিত্রের নামের। এই ছবিতে তাঁর নাম মেঘদূত বোস। পেশায় ‘হার্ট স্পেশালিস্ট’। অন্যদিকে ট্রেলার থেকে পরিষ্কার, ঋতুপর্ণর ছবির চরিত্র ‘তিতলি’র মতোই এই ছবির তিতলিও বেশ ফিল্মি। তবে ঋতুপর্ণ ঘোষের পাশাপাশি এই ছবির ট্রেলারে কিন্তু মৃণাল সেন ও সত্যজিৎ রায়েরও উজ্জ্বল উপস্থিতি। ছবির পোস্টার ও তাঁদের নিজেদের ছবিও কিন্তু একইভাবে রয়েছে ওই বাড়িতে। ট্রেলারে সেই ঝলকও কিছুটা দেখা গিয়েছে।

অন্যদিকে দর্শক আরও একবার শুভশ্রীকে পেতে চলেছে একেবারে ছকভাঙা চরিত্রে। অতি সাধারণ লুক। নেই সেই অর্থে কোনও রূপটান। সাদামাটা চেহারাতেই নজর কেড়েছেন অভিনেত্রী। উল্লেখ্য, ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ মূল চরিত্র আর ‘লছমি’র বন্ধুত্বের যে রসায়ন দর্শক দেখেছিলেন, তা ফের এই ছবিতেও হয়তো দেখতে পাবেন। কারণ এই ছবিতেও শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও স্নেহা চট্টোপাধ্যায়ের টুকটাক হাসি মজা দেখে তাঁরা দুই বন্ধু বলেই বোঝা যাচ্ছে।

জীতু ও শুভশ্রী ‘গৃহপ্রবেশ’ ছবিতে, ছবি: সোশাল মিডিয়া

ছবির ট্রেলারে স্পষ্ট এক অসম্পূর্ণ সম্পর্কের যন্ত্রণা। বিয়ের পর শ্বশুরবাড়িতে আসে তিতলি। কিন্তু স্বামী তাকে ওই বাড়িতে রেখেই বিদেশে চলে যায় । তারপর থেকে স্ত্রীর সঙ্গে তো বটেই, নিজের মা-বাবার সঙ্গেও যোগাযোগ করেনি সে। বাড়ির বউমা তিতলি কোনও অভিযোগ ছাড়াই বয়স্ক শ্বশুর-শাশুড়ির যত্ন নেয় বাড়ির মেয়ের মতোই। তবে তার মনে তিক্ত ও অসম্পূর্ণ এই দাম্পত্য জীবনের কষ্টের ছাপ পরিষ্কার। সেই তিতলির জীবনেই হঠাৎ ‘মেঘদূত’র মতো আবির্ভাব ঘটে জীতুর। উল্লেখ্য এই ছবিতেই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন শুভশ্রী ও জীতু। তিতলির হৃদয়ে কি সে একটু একটু করে জায়গা করে নিচ্ছে? তাঁদের রসায়ন আর চোখে চোখে আবেগ বিনিময় যেন সেই কথাই বলছে। ছবিতে শুভশ্রী-জীতু ছাড়াও অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, স্নেহা চট্টোপাধ্যায় প্রমুখ। তবে শুভশ্রীর স্বামীর চরিত্রে কে অভিনয় করছেন তা এখনও ছবির টিমের তরফে খোলসা করা হয়নি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement