Advertisement
Advertisement
Subhasree Ganguly

সঙ্গী ইউভান-ইয়ালিনী, কীভাবে ছুটির দিন কাটালেন রাজ ঘরনি?

মায়ের সঙ্গে আদুরে রবিবাসরীয় মুহূর্ত ইউভান ও ইয়ালিনীর।

Subhasree Ganguly enjoying her sunday with Yuvaan and Yalini

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Arani Bhattacharya
  • Posted:May 25, 2025 8:14 pm
  • Updated:June 24, 2025 2:41 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে ‘যে রাঁধে সে চুলও বাঁধে’। টলিপাড়ার বেশ কিছু অভিনেত্রীদের দেখলে সেই কথা যেন অক্ষরে অক্ষরে সত্যি বলেই মনে হয়। তাঁদের মধ্যে একজন হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি যেমন জনপ্রিয় অভিনেত্রী তেমনই ভালো ঘরনি তেমনই একজন দায়িত্বশীল মা। একজন ভালো মা হওয়ার বাসনা নিজের মনের মধ্যে বহুবছর ধরেই লুকিয়ে রেখেছিলেন অভিনেত্রী। প্রথম সন্তান ইউভান কোলে আসার পর সেই সাধপূরণ হয় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। তার কিছু বছর পর কোলে আসে ‘রাজ’কন্যা ইয়ালিনী। দুই সন্তান নিয়ে ভরা সংসার তাঁর।

Advertisement

সামনেই মুক্তি পাবে শুভশ্রীর দুটি ছবি। একদিকে ‘গৃহপ্রবেশ’। আর তার কয়েকমাস পরেই মুক্তি পাবে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। সঙ্গে রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘লহ গৌরাঙ্গ’। নতুন ছবির প্রচার, রিয়ালিটি শোয়ের শুটিং এসব কিছুর মাঝে শত ব্যস্ততাতেও সময় দিতে ভোলেন না শুভশ্রী নিজের সন্তানদের। সপ্তাহের সবকটি দিন নিজের কাজকে দিলেও রবিবারটা বরাদ্দ শুধুই সন্তানের জন্য। রবিবার মানে শুধুই তাদের সঙ্গে জমিয়ে উপভোগ করেন শুভশ্রী। সময় দেন একইসঙ্গে নিজের পরিবারকেও।

এই রবিবারটাও তার অন্যথা হল না। আরবানার বহুতলে ‘রাজশ্রী’ জুটির ফ্ল্যাট। তাঁদের সোশাল মিডিয়া পোস্টের দৌলতে তাঁদের ঘরের বেশ কিছু জায়গা চিনেও গিয়েছেন নেটিজেনরা। সেই ফ্ল্যাটেই তাঁদের একটা কোজি কর্নার থেকে দুই সন্তান ইউভান ও ইয়ালিনীর সঙ্গে তোলা ছবি পোস্ট করলেন নায়িকা। সেখানে শুভশ্রীকে দেখা যাচ্ছে একেবারে অন্যরকম লুকে। সেখানে তিনি অভিনেত্রী নন। একেবারে সাদামাটা চেহারার ‘মা’ শুভশ্রী। দুই সন্তানের সঙ্গে আদুরে রবিবাসরীয় ছবি পোস্ট করেছেন শুভশ্রী নিজের সোশাল মিডিয়ায়। মায়ের সঙ্গ যে জমিয়ে উপভোগ করছে ইউভান ও ইয়ালিনী, তা তাদের ছবি দেখেই বোঝা যাচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ