ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবে আধো আধো কথা বলতে শিখেছে, কিন্তু তাতে কী? মনের আনন্দে মায়ের সঙ্গে হোক বা পাল্লা দিয়ে দাদা ইউভানের সঙ্গে অনর্গল কথা বলে যেতে পারে ‘রাজকন্যা’ ইয়ালিনি। তার নাম বলার ধরণ দেখে এমনিতে হেসে খুন নেটপাড়া। এবার দাদা ইউভানের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাল আধো আধো বুলিতে ছোট্ট ইয়ালিনি।
টলমল পায়ে হাঁটতে হাঁটতে দাদাকে হ্যাপি বার্থ ডে বলে সেই। যদিও তা যে খুব একটা পরিস্কারভাবে বোঝা যাচ্ছে তা নয়। কিন্তু ভালোবাসার ভাষা যে সবাই খুব ভালো বোঝে। ঠিক সেভাবেই বোন ইয়ালিনির প্রতি ইউভানের অপত্য স্নেহ যেন ভালোভাবে বোঝা গেল। আর সেই ভিডিও ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে।
View this post on Instagram
উল্লেখ্য, দেখতে দেখতে পাঁচ বছরে ইউভান চক্রবর্তী। মাতৃগর্ভ থেকেই সে লাইমলাইটে, বললেও অত্যুক্তি হবে না! টলিপাড়ার ‘পাওয়ার কাপল’ রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রথম সন্তান বলে কথা। এই বয়সেই খুদের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। দেখতে দেখতে সেই ইউভানই শুক্রবার পাঁচ বছরে পা দিল। ছেলের জন্মদিন উপলক্ষে সকাল থেকেই রাজ-শুভশ্রীর আরবানার ফ্ল্যাটে ব্যস্ততা তুঙ্গে। জানা গেল, ‘অ্যাভেঞ্জার্স’ যেহেতু ইউভানের খুব পছন্দের, তাই তার জন্মদিনের আসরও সেজে উঠছে সেই থিমের অনুকরণেই। বিকেলে ছেলের বন্ধুবান্ধবদের নিয়ে একটা পার্টির আয়োজন করেছেন রাজ-শুভশ্রী। সকাল থেকে দাদার মতোই উচ্ছ্বসিত খুদে ইয়ালিনিও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.