Advertisement
Advertisement

Breaking News

Subhasree Ganguly

আমেরিকার রাস্তায় গ্রাফিতি! রাজপুত্রের কাণ্ড শেয়ার করে শুভশ্রী লিখলেন…

সোশাল মিডিয়ায় ভাইরাল ছোট্ট ইউভানের কাণ্ড।

Subhasree Ganguly share a video of her son's activity
Published by: Sayani Sen
  • Posted:April 26, 2025 4:11 pm
  • Updated:June 24, 2025 2:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে চক। পা ছড়িয়ে রাস্তায় বসে রাজপুত্র। আপন মনে এঁকেই চলেছে। যাকে বলে গ্রাফিতিতে মন দিয়েছে খুদে। ছেলের কাণ্ড ইনস্টাগ্রামে শেয়ার করলেন মা শুভশ্রী। সোশাল মিডিয়ায় ভাইরাল ছোট্ট ইউভানের কাণ্ড।

সোশাল মিডিয়ায় ওই ভিডিওতে আমেরিকার টুকরো ছবিও ফুটে উঠেছে। ভিডিওতে শোনা গিয়েছে ‘তারে জমিন পর’ ছবির সেই বিখ্যাত গান। ভিডিও শেয়ার করে শুভশ্রী লিখেছেন, “আমার জান”। বিদেশে গ্রাফিতি বহুল পরিচিত। রাজপুত্রের কাণ্ডও মুগ্ধ করেছে সকলকে।

বলে রাখা ভালো, ২০২০ সালের সেপ্টেম্বরে রাজ-শুভশ্রীর ঘরে আসে নতুন অতিথি। টলিউডের লাভবার্ডসের ছেলে ইউভানের জন্ম। ২০২৩ সালে দ্বিতীয়বার মা হন শুভশ্রী। ইউভানের ছোট্ট বোন ইয়ালিনির জন্ম। বছর চারেকের ইউভানের এখন খেলার সঙ্গী ইয়ালিনি। কাঁধে দুই সন্তানের দায়িত্ব সামলেও অভিনয়ে কোনও ফাঁকি নেই। লাইট, ক্যামেরা অ্যাকশন নিয়ে ব্যস্ত শুভশ্রী। আপাতত হাতে পরপর কাজ। ‘ডান্স বাংলা ডান্স’ রিয়ালিটি শো নিয়ে ব্যস্ত। সঙ্গে ছবির কাজও রয়েছে। কাজের ব্যস্ততার মাঝে দুই ছেলেমেয়ের মিষ্টি মুহূর্ত মাঝেমধ্যে সোশাল মিডিয়ায় ভাগ করেন অভিনেত্রী। যা চেটেপুটে উপভোগ করেন অনুরাগীরা। অবশ্য জন্মের পর থেকেই রাজ-শুভশ্রীর পুত্র ইউভান দারুণ হিট নেটপাড়ায়। কখনও বাবা রাজ চক্রবর্তীর কাঁধে চেপে খুনসুটি, তো কখনও গানের তালে নেচে ওঠা। ইউভানের ভিডিও শেয়ার হলেই তা ভাইরাল হয়ে যায়। এবারও তার অন্যথা হল না। সোশাল মিডিয়ায় ভাইরাল রাজপুত্রের কাণ্ড। খুব সুন্দর হয়েছে বলেই কমেন্ট সেকশনে লিখেছেন নেটিজেনরা।

‘সন্তান’ ও ‘বাবলি’ ছবি নিয়ে রাজ ও শুভশ্রী লস অ্যাঞ্জেলেসের ফিল্ম ফেস্টিভ্যাল যোগ দিতে গিয়েছেন। তাঁদের সঙ্গে রয়েছেন ইউভান। এই সফরে যদিও ইয়ালিনির দেখা পাওয়া যায়নি। সম্ভবত বাংলায় রয়েছে সে। এছাড়া সৌরসেনী মিত্রও ছিলেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

বিদেশের মাটি থেকে নিয়মিত নেটদুনিয়ায় আপডেট দিচ্ছেন শুভশ্রী। নানা ছবি পোস্ট করেছেন তিনি। সম্প্রতি ডিউনিল্যান্ডে ঘুরে বেড়ানোর ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement