সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে ক্ষুরধার হয়েছে তাঁর অভিনয় দক্ষতা। পুরোদস্তুর বাণিজ্যিক ছবির বদলে নিজেকে অন্যধারার ছবিতে অন্যরকম চরিত্রে একটু একটু করে তুলে ধরেছেন যিনি তিনি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর তুলনা তিনি নিজেই। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজের হাত ধরে ওয়েব দুনিয়ায় হাতেখড়ি হয়েছিল নায়িকার। ফের একবার তাঁকে দর্শক নতুন ভূমিকায় দেখবেন ওয়েব সিরিজে ‘অনুসন্ধান’র হাত ধরে।
অদিতি রায়ের পরিচালনায় সাংবাদিকের চরিত্রে ধরা দেবেন এই সিরিজে শুভশ্রী। প্রকাশ্যে এল এবার সিরিজ মুক্তির তারিখ। জেলে মহিলা বন্দিদের সঙ্গে ঘটে যাওয়া একের পর এক দুর্ঘটনার কিনারা করতে ময়দানে নামবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত চরিত্র। কোনও পুরুষের উপস্থিতি না থাকা স্বত্বেও কীভাবে জেলের মহিলা বন্দিরা গর্ভবতী হয়ে পড়ছেন সেই রহস্যই উদ্ঘাটন করবেন শুভশ্রী। আগামী ৭ নভেম্বর হইচই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন এই সিরিজ।
View this post on Instagram
এর আগে ওয়েবে ‘ইন্দুবালা’ চরিত্রে যেভাবে দর্শকের মন জয় করেছেন শুভশ্রী এবং তাঁর বিভিন্ন ছবির নানা চরিত্রের হাত ধরে যেভাবে সকলের মনে প্রত্যাশ্যার পারদ আরও বাড়িয়েছেন তিনি তাতে আরও একবার নতুন ধারার চরিত্রে তাঁকে আরও একবার দেখার অপেক্ষা করছেন দর্শক। শুভশ্রী ছাড়াও এই সিরিজে অভিনয় করছেন সাহেব চট্টোপাধ্যায়, স্বাগতা মুখোপাধ্যায়, সাগ্নিক চট্টোপাধ্যায়, সৌম্য বন্দ্যোপধ্যায় প্রমুখ। উল্লেখ্য, বহু দিন পর এই সিরিজের হাত ধরে অভিনয়ে ফিরছেন অরিত্র দত্ত বণিক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.