Advertisement
Advertisement
Sudip Mukherjee-Pritha Chakraborty

সম্পর্কে ইতি টেনেও বারবার এক হচ্ছেন সুদীপ-পৃথা, সন্তানদের জন্য না অন্য রসায়ন!

পুরোটাই পাবলিসিটি স্টান্ট?

Sudip Mukherjee-Pritha Chakraborty together on raas premier

ছবি: সংগৃহীত

Published by: Arani Bhattacharya
  • Posted:June 7, 2025 8:13 pm
  • Updated:June 7, 2025 8:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা চক্রবর্তী, তাঁদের বিবাহবিচ্ছেদের খবর এখন কারোর অজানা নয়। কিন্তু সন্তানদের মুখের দিকে তাকিয়ে বারবার এক হচ্ছেন তাঁরা। নিজেদের সম্পর্ক ছেদের আঁচ যে তাঁরা পড়তে দেবেন না সন্তানদের উপর, এমনটা তাঁরা আগেই জানিয়েছিলেন। তাই ডিভোর্সের পরেও দু’জনের মধ্যে এখনও রয়েছে সৌজন্যের সম্পর্ক। শুক্রবার সুদীপের ছবি ‘রাস’-এর প্রিমিয়ারে দেখা গেল একসঙ্গে দু’জনকে। সুদীপ ও পৃথা এদিন ছবির প্রিমিয়ারে এলেন একসঙ্গে।  হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজও দিলেন।

Advertisement

এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুদীপ মুখোপাধ্যায়। এদিন সিনেমা হলে একসঙ্গে বসে পুরো ছবিটি দেখেন সুদীপ ও পৃথা। শুধু তাই নয়, এর আগেও ছেলের জন্মদিনের সেলিব্রেশনে এক হয়েছিলেন তাঁরা দু’জন। আলাদা থাকলেও কো-পেরেন্টিংয়ে তাঁরা যে ভীষণ বিশ্বাসী তা তাঁদের বিচ্ছেদের পরের প্রতিটি পদক্ষেপই প্রমাণ করছেন। তবে তাঁদের বারবার একসঙ্গে ধরা দেওয়ার বিষয়টি নিয়েও নেটপাড়ায় নতুন গুঞ্জন! অনেকেই ভাবছেন সম্পর্ক শেষের পর এরকমভাবে সৌজন্য রক্ষা করা কীভাবে সম্ভব? তাহলে কি তাঁদের বিচ্ছেদ হয়নি? পুরোটাই পাবলিসিটি স্টান্ট? যদিও তা জানা যায়নি।  

Pritha Chakraborty's fake dating profle after divorce with Sudip Mukherjee
পৃথা চক্রবর্তী ও সুদীপ মুখোপাধ্যায়, ছবি: ইনস্টাগ্রাম

মাস দু’য়েক আগে হঠাৎই পৃথা চক্রবর্তী সোশাল মিডিয়ায় বিবাহবিচ্ছেদের ঘোষণা করায় তোলপাড় শুরু হয় নেটপাড়ায়! যদিও তার চব্বিশ ঘণ্টার মধ্যেই উলটো সুর শোনা যায় সুদীপ মুখোপাধ্যায়ের কণ্ঠে। ভক্তদের আশ্বস্ত করে অভিনেতা জানান, পৃথা ‘প্র্যাঙ্ক’ করেছিলেন। পরে অবশ্য সুদীপ জানান, ‘পৃথা আর আমি আলাদা হয়ে গিয়েছি, এটা সর্বৈব সত্যি কথা। ভীষণই ব্যক্তিগত বিষয়। তাই সোশাল মিডিয়ায় ব্যাপারটা নিয়ে আলোচনা হোক চাইনি। তাই ঢাকা দেওয়ার চেষ্টা করেছিলাম। তবে বেশ কিছু নেটিজেনদের দেখছি পৃথার বিরুদ্ধে কুকথা বলেই চলেছে। আমি সেটার প্রতিবাদ করছি। ও আমার সন্তানদের মা। আর আমরা একে-অপরকে শ্রদ্ধা করি। ডিভোর্স হলেও আমরা নিজেদের মতো করে বন্ধুত্ব বজায় রেখেছি। এটা আমাদের ব্যক্তিগত বিষয়’। আর বন্ধুত্ত্ব রক্ষার সেই কথাই অক্ষরে অক্ষরে পালন করছেন প্রাক্তন দম্পতি। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ