সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই রাস্তায় ফেরি করে বেড়ানো এক দুঃস্থ মহিলার হাতে ১০০০ টাকা তুলে দিয়ে নেটপাড়ার প্রশংসা কুড়িয়েছিলেন সুহানা খান। এবার শাহরুখকন্যাকে দেখা গেল মুম্বইয়ের রেস্তরাঁয় সদলবলে খাবার পরিবেশন করতে। সুহানার পাশাপাশি বলিউডের আরও কজন স্টারকিডদেরও দেখা গেল সেই রেস্তরাঁয়।
স্বাধীনতা দিবসে সেই রেস্তরাঁয় দুস্থদের খাবার পরিবেশন করলেন শাহরুখকন্যা। উল্লেখ্য, মুম্বইয়ের সেই রেস্তরাঁর তরফেই খাবার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অভিনব উদ্যেগেই এদিন শামিল হয়েছিলেন বলিপাড়ার একঝাঁক তারকাসন্তান- খুশি কাপুর, সুহানা খান, অদিতি সায়গাল, অগস্ত্য নন্দা, বেদাং রায়নারা। সেখানে দুস্থদের পাতে খাবার তুলে দেন তাঁরা।
সামনেই মুক্তি পাচ্ছে জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’। তার প্রাক্কালেই গোটা টিমকে দেখা গেল স্বাধীনতা দিবসে দুস্থদের খাবার পরিবেশন করতে। সকলেরই পরনে ছিল সাদা পোশাক। নিজের ইনস্টাগ্রামে সেই মুহূর্তের ছবি শেয়ার করে শাহরুখকন্যা সুহানা স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানান সকলকে।
View this post on Instagram
প্রসঙ্গত, ‘আর্চি কমিকস’-এর ভারতীয় সংস্করণ ‘দ্য আর্চিস’ তৈরি করেছেন পরিচালক জোয়া আখতার। ১৯৬৪ সালের প্রেক্ষাপটে ভারতের এক কাল্পনিক পাহাড়ি অঞ্চল, রিভারডেল। সেই সিরিজেই একঝাঁক বলিউড তারকাসন্তান রয়েছেন। আর তাঁরাই মুম্বইয়ের ওই রেস্তরাঁর অভিনব উদ্যোগে যোগ দিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.