সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি বছরের মতো এই বছরেও মুম্বইয়ের বুকে সাড়ম্বরে আয়োজিত হয়েছে মণীশ মালহোত্রার ডিওয়ালি পার্টি। সেই পার্টিতে বরাবরের মতোই বসেছিল চাঁদের হাট। বলা যায় তিন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীরা সামিল হয়েছিলেন। প্রত্যেকেই নজর কেড়েছিলেন তাঁদের সাজে। বাদ যাননি শাহরুখকন্যা সুহানা খান। তবে শুধু সাজপোশাকেই নয় অগস্ত্যের সঙ্গে এই পার্টিতে রীতিমতো পা মেলান তিনি। মাতিয়ে দেন ডান্স ফ্লোর। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ফ্যাশন ইনফ্লুয়েন্সার সাক্ষী সিন্দওয়ানি তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন একটি ভিডিও। সেখানেই দেখা যাচ্ছে অগস্ত্যর সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চনের ছবি ‘বান্টি আউর বাবলি’র জনপ্রিয় সেই গান ‘কাজরা রে’র সঙ্গে সঙ্গে পা মেলান দু’জনেই। দোসর হন শ্বেতা বচ্চনও। বি টাউনে এমনিতেই কান পাতলে সুহানা ও অগস্ত্য দু’জনকে নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। অনেকেই দাবি করেন যে চুপিসাড়ে প্রেম করছেন তাঁরা। যদিও এই নিয়ে তাঁরা এবং তাঁদের দু’জনের পরিবারের কোনও সদস্যই মুখ খোলেননি।
View this post on Instagram
সুহানা এবং অগস্ত্য দুজনেরই বলিউডে অভিষেক ঘটেছে জোয়া আখতারের ছবি ‘আর্চিজ’র হাত ধরে। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল সেই ছবি। মিউজিক্যাল কমেডি ঘরানার এই ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। অগস্ত্য এবং সুহানার সম্পর্ক নিয়ে চর্চা বহুদিন ধরেই হয়ে চলেছে। বেশ কয়েকবার তাঁদের একসঙ্গে দেখাও গিয়েছে বিভিন্ন জায়গায়। তাঁদের দুজনের অভিব্যক্তি দেখে নেটিজেনরা নিশ্চিত যে তাঁরা সত্যিই সম্পর্কে আছেন। আগামীতে অগস্ত্যকে দেখা যাবে ‘ইক্কিশ’ ছবিতে অন্যদিকে বাবা শাহরুখের সঙ্গে ‘কিং’ ছবিতে অভিনয় করবেন সুহানা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.