Advertisement
Advertisement
Suniel Shetty

‘স্বামী কাজে ব্যস্ত থাকলে স্ত্রীর উচিত বাচ্চাদের সামলানো’, সুনীল শেট্টির বৈষম্যমূলক মন্তব্যে বিতর্ক!

'এখন তো বিয়ের আগেই ডিভোর্স...', ঠিক কী বললেন সুনীল শেট্টি?

Suniel Shetty Says Women Must Know To Look After Kids If Men Have Jobs
Published by: Sandipta Bhanja
  • Posted:July 26, 2025 4:58 pm
  • Updated:July 26, 2025 5:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই মেয়ে আথিয়া শেট্টির সন্তান জন্ম দেওয়া নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন সুনীল শেট্টি। এবার বলিউডের ‘শ্যাম’-এর মুখে লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সুখী দাম্পত্যযাপন নিয়ে মুখ খুলেছিলেন অভিনেতা। সেখানেই বর্তমান প্রজন্মের দম্পতিদের নিয়ে বেশ কিছু মন্তব্য করেন তিনি। যুগ বদলের হাওয়ায় কীভাবে দম্পতিদের সমীকরণ এবং দাম্পত্যযাপনের সংজ্ঞা বদলেছে, সেপ্রসঙ্গেই আলোচনা করছিলেন সুনীল শেট্টি।

Advertisement

বলিউড অভিনেতার মন্তব্য, “বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের ধৈর্যই নেই। বিয়ের কিছু দিন বাদে জীবনে একটু আপোসের দরকার হয়। যেখানে পারস্পারিক বোঝাপড়া থাকে। একে-অপরের জন্য বাঁচে। এর পর জীবনে সন্তান আসে। আর স্ত্রীদের এটা বোঝা ভীষণ প্রয়োজন যে স্বামী যদি কেরিয়ার নিয়ে, কাজ নিয়ে ব্যস্ত থাকে তাহলে সন্তানকে আমি সামলাব। হ্যাঁ, স্বামীরাও অবশ্যই সন্তানের দেখভালের অংশীদার হবে। তবে বর্তমানে সব বিষয়ে এত প্রেশার চলে এসেছে…। সবাই সবার মতামত দিতে চায়।” এখানেই অবশ্য থামেননি সুনীল শেট্টি।

Actor Suniel Shetty apologises for normal delivery remark

অভিনেতার সংযোজন, “ভার্চুয়াল দুনিয়া তো এখন এটাও শেখাচ্ছে যে, কীভাবে মা-বাবার ভূমিকা পালন করতে হবে, কী খেতে হবে, কী করতে হবে? আমার মনে হয়, অভিজ্ঞতাই জীবনের সবথেকে বড় শিক্ষক। সেক্ষেত্রে দিদা-ঠাকুমা, মা-বোন কিংবা বউদি-ননদদের থেকে পরামর্শ নেওয়া যেতে পারে। তাই আমার মতে, যেটা তোমার কাজে লাগবে সেটাই শোনো এবং সেটাই মনে রাখো। বাকিটা ছেড়ে দাও। তবে এখন সময় বদলেছে। এখন তো বিয়ের আগেই ডিভোর্স হয়ে যাচ্ছে।” সুনীলের এহেন মন্তব্যের পরই প্রশ্ন উঠেছে, তাহলে বিয়ে টিকিয়ে রাখা কিংবা সুখী দাম্পত্যের দায়িত্ব কি শুধুই মেয়েদের?

এর আগে মেয়ে আথিয়া শেট্টির মা হওয়া নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান সুনীল। বলেন, “বর্তমান বিশ্বে প্রায় প্রত্যেক মায়েরাই খানিক স্বস্তির জন্য সিজার পদ্ধতিতে প্রসব চান। আথিয়া তা চায়নি। স্বাভাবিক প্রজনন পদ্ধতিকেই বেছে নেয় ও। হাসপাতালের নার্স, শিশু বিশেষজ্ঞরা গোটা পদ্ধতিটি সম্পর্কে আমাকে জানিয়েছেন। একজন বাবা হিসাবে যা শুনে আমার খুব কষ্ট হয়েছে। তবে এটা ভেবে খুশি যে ও প্রস্তুত। আথিয়া খুবই শক্ত আসলে। একবারের জন্য তাকে ভেঙে পড়তে কিংবা ক্লান্ত হতে, বিধ্বস্ত হতেও দেখিনি।” এরপরই অভিনেতার দিকে ধেয়ে আসে কটাক্ষ। বিতর্কের স্ফুলিঙ্গ টের পেয়েই অবশ্য সুনীল শেট্টি ক্ষমা চেয়ে নিয়েছিলেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ