Advertisement
Advertisement
Karisma Sunjay Kapur

‘সঞ্জয়ের বিধবা হয়েও ব্রাত্য! ১৯০০ কোটি নিয়ে আরও চাই?’, করিশ্মাকে পালটা ‘সতীন’ প্রিয়ার!

'আর কতটা পেলে যথেষ্ট পাওয়া হবে?', করিশ্মাকে তীব্র ভর্ৎসনা প্রিয়ার আইনজীবীর।

Sunjay Kapur’s widow Priya Sachdev's lawyer claims Karisma’s kids got 1900cr
Published by: Sandipta Bhanja
  • Posted:September 10, 2025 7:54 pm
  • Updated:September 10, 2025 8:04 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকেই তাঁর ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ! সোনা কমস্টার কোম্পানির মালিকানা এবং এই বিপুল পরিমাণ সম্পত্তির উত্তরাধিকার কে হবেন? সেটা নিয়েই গোল বেঁধেছে কাপুরদের অন্দরমহলে। সদ্য বাবার সম্পত্তির ভাগ চেয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন করিশ্মা কাপুরের দুই সন্তান সামাইরা এবং কিয়ান। আদালতে সৎ মা প্রিয়া সচদেবের বিরুদ্ধে জাল দলিল-নথি তৈরির অভিযোগ তুলেছিল তাঁরা। এবার সেই অভিযোগের পালটা মুখ খুললেন প্রিয়া সচদেব কাপুর। যিনি সঞ্জয় কাপুরের তৃতীয় স্ত্রী এবং মৃত্যুর দিন পর্যন্ত তাঁর সঞ্জয়ের সঙ্গেই ছিলেন।

Advertisement

দিল্লি উচ্চ আদালতে প্রিয়ার হয়ে মামলা লড়ছেন রাজীব নায়ার। আর করিশ্মা ও তাঁর দুই সন্তানের আইনজীবী মহেশ জেঠমালানি। উভয়পক্ষই এবার সঞ্জয় কাপুরের বিপুল সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে মুখোমুখি। প্রিয়ার আইনজীবী রাজীবের দাবি, “করিশ্মার দুই সন্তান সামাইরা এবং কিয়ানকে কোর্টে দ্বারস্থ হওয়ার ঠিক আগের দিনই ঠাকুমা রানি কাপুরের ট্রাস্ট থেকে ১৯০০ কোটি টাকার সম্পত্তি হস্তান্তর করা হয়েছে। তাতেও ওরা সন্তুষ্ট নন! আর কত চাই? তাই আদালতে এটা বলা ঠিক নয় যে, আপনারা কিছুই পাননি। জানি না, আর কতটা সম্পত্তি পেলে সেটা ওদের জন্য যথেষ্ট হতে পারে।” এখানেই শেষ নয়, প্রিয়ার তরফে তাঁর আইনজীবী করিশ্মাকে মনে করিয়ে দেন, “ডিভোর্সের পর থেকে ১৫ বছর আপনাকে দেখা যায়নি। সঞ্জয় সদ্য পোলো খেলতে গিয়ে মারা গিয়েছেন। একটু সংবেদনশীল হোন।” তাঁর প্রশ্ন, সঞ্জয় কাপুরের বিধবা হওয়া সত্ত্বেও কেন ব্রাত্য থাকবেন প্রিয়া?

অন্যদিকে করিশ্মার সন্তানদের পিটিশনে উল্লেখ, জুলাই মাসের এক পারিবারিক মিটিংয়ে আচমকাই ২১ শে মার্চের লিখিত উইল প্রকাশ্যে আনেন প্রিয়া সচদেব। যেখানে সম্পত্তি দখলের স্পষ্ট অভিপ্রায় রয়েছে ওঁর, সেটাই বোঝাই গিয়েছিল। উভয় পক্ষের আইনজীবীর কথা শুনে শেষমেশ বিচারপতি জ্যোতি সিংয়ের নেতৃত্বাধীন বেঞ্চ প্রিয়া সচদেবকে ৯ অক্টোবরের মধ্যে সঞ্জয়ের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তির তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ