সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কপাল জুড়ে চন্দন। গলায় গাঁদা ফুলের মালা। বারাণসীর ঘাটে গঙ্গারতি করলেন সানি লিওনি (Sunny Leone)। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবি ও ভিডিও। কিন্তু বলিউডের গ্ল্যামার গার্ল যতই ‘সংস্কারি’ হোন না কেন, নেটিজেনদের একাংশ নিন্দায় মুখর হবেনই। এবারও তার ব্যতিক্রম হল না।
গত বুধবার প্রকাশ্যে এসেছে মিউজিক ভিডিও ‘থার্ড আই’। ভিডিওতে প্রাক্তন আইএস অফিসার অভিষেক সিংয়ের সঙ্গে দেখা গিয়েছে সানিকে। অভিষেকের সঙ্গেই বারাণসী গিয়েছিলেন সানি। তারকার পরনে ছিল গোলাপি সালোয়ার। সালোয়ারের দোপাট্টা দিয়ে মাথা ঢেকে গঙ্গারতি করেন সানি। সংবাদ সংস্থা এএনআই এই গঙ্গারতির ভিডিও টুইট করে।
| Uttar Pradesh: Actor Sunny Leone attends ‘Ganga Aarti’ in Varanasi.
— ANI (@ANI)
সানির এই ভিডিওর নিচেই লেখা হয়েছে, “এই যে সবাইকে দিয়ে পাপ করিয়ে নিজে পাপ ধুতে চলে এল।” একজন আবার লিখেছেন, “একশোটা ইঁদুর খেয়ে বিড়াল চলল হজে।” “মা গঙ্গাকে অপবিত্র করে দিল”, “জীবনে সব দেখে ফেললাম”, এমন কথাও লেখা হয়েছে কটাক্ষ করে।
উল্লেখ্য, ‘থার্ড আই’-এর আগে সানির ‘মেরা পিয়া ঘর আয়া ২.০’ গানটি প্রকাশ্যে এসেছে। ‘ইয়ারানা’ ছবির ‘মেরা পিয়া ঘর আয়া’ গানে পারফর্ম করেছিলেন বলিউডের ডান্সিং ডিভা মাধুরী দীক্ষিত। তাঁকে শ্রদ্ধা জানিয়েই রিমেক ভার্সানটি তৈরি করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.