সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সানি লিওনির (Sunny Leone) বাংলাদেশে যাওয়া নিয়ে নানা চর্চা। রীতিমতো উত্তাল হয়েছিল ওপার বাংলা। শোনা গিয়েছিল, সানির নাকি ভিসা বাতিল হয়েছিল। তবে সব গুঞ্জনের মুখে ছাই দিয়ে সানি কিন্তু ওপার বাংলার মন কেড়ে নিলেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী, সানি এক বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। খবর অনুযায়ী, সেই দেশের জনপ্রিয় ‘গান বাংলা চ্যানেল’-এর কর্ণধার ফারজানা মুন্নির মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতেই ওপার বাংলায় গিয়েছিলেন সানি।
তবে শুধু বলিউড থেকে সানিই নয়, এই বিয়েতে উপস্থিত ছিলেন কৈলাশ খের, নার্গিস ফকরিও। এই বিয়েতে দেখা মিলেছে টলিউডের যশ দাশগুপ্ত (Yash Dasgupta) ও নুসরত জাহানকেও (Nusrat Jahan)।
গত শনিবারই নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে বিমাবন্দর থেকে ছবি পোস্ট করেছিলেন যশ ও নুসরত। তবে প্রথমে জানা যায়নি কোথায় গেলেন তাঁরা। শেষমেশ, ইনস্টাগ্রামেই ফাঁস করলেন বাংলাদেশে রয়েছেন যশরত। তারপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ওপার বাংলার বিয়ের ছবি। যেখানে দেখা গেল নুসরত, যশ ও মিমকে।
সানি, নুসরত, মিমি এই তিন নায়িকাই টিএম রেকর্ডসের ব্যানারে কৌশিক হোসেন তাপস-মুন্নির চারটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। সানিকে দেখা গিয়েছিল, ‘লাভলি অ্যাকসিডেন্ট’ আর ‘দুষ্টু পোলাপান’- গানে। নুসরতকে দেখা গিয়েছিল ‘নাচ ময়ূরী নাচ’ মিউজিক ভিডিওতে। মিমিকে দেখা গিয়েছিল নীরব হোসেন বিপরীতে ‘তুই আর আমি’ ভিডিওতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.